Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চীনে বৈদ্যুতিক কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৭

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০১৯, ০১:১৫ PM
আপডেট: ০১ এপ্রিল ২০১৯, ০১:১৫ PM

bdmorning Image Preview


চীনের পূর্বাঞ্চলে রবিবার বৈদ্যুতিক যন্ত্রাংশ নির্মাণ কারখানায় বিস্ফোরণে ৭ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ৫ জন। দেশটির  কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।

স্থানীয় সরকারের অফিসিয়াল সামাজিক মাধ্যম উইচ্যাট জানায়, জিয়াংশু প্রদেশের কুনশানে একটি রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চলের কারখানার বাইরে ধাতব টুকরা রাখার গুদামের এক কন্টেইনার বিস্ফোরণে এই দুর্ঘটনাটি  ঘটেছে।

বিবৃতিতে বলা হয়, কুশান ওয়াফার টেকনোলজি কর্পোরেশন লিমিটেডের ওই কারখানার বাইরে এ দুর্ঘটনার কারণ জানার জন্য এখনো তদন্ত চলছে।

বিস্ফোরণের পর ওই গুদাম থেকে আগুন পার্শ্ববর্তী কারখানায় ছড়িয়ে পড়ে। আহত পাঁচ জনের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক।

চীনের সাম্প্রতিক সময়ের ভয়াবহ বিস্ফোরণের প্রায় এক সপ্তাহ পর এই ঘটনাটি ঘটল। আগের ঘটনায় একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৭৮ জনের মৃত্যু ও কয়েকশ আহত হয়।পূর্বাঞ্চলীয় নগরী ইয়ানচেংয়ের একটি শিল্পাঞ্চলে ওই বিস্ফোরণে কয়েকটি ভবন ধসে পড়েছে।

Bootstrap Image Preview