Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কাশ্মীরে আবারো ভারতের হামলা, নিহত ৪ জঙ্গি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০১৯, ১১:৫৬ AM
আপডেট: ০১ এপ্রিল ২০১৯, ১১:৫৬ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


কাশ্মীরে হামলা করেছে ভারতীয় সেনাবাহিনী। এতে কাশ্মীরের জওয়ানরা এনকাউন্টারে চার জঙ্গি নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ১টি পিস্তল, ১টি এসএলআর এবং ২টি একে রাইফেলস।

সোমবার (১ এপ্রিল) স্থানীয় সময় ভোর রাতে ভারতীয় সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে দক্ষিণ কাশ্মীরে লস্কর-ই-তইবা জঙ্গি গোষ্ঠীর ৪ জঙ্গি নিহত হয়।

ভারতীয় একটি শীর্ষ গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদন বলা হয়েছে, এনকাউন্টার সাইটটি লস্সিপোরা, এটি ন্যাশনাল হাইওওয়ের কাছেই, যেখানে গত ১৪ ফেব্রুয়ারি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। নিরাপত্তা রক্ষীরা ওই এলাকায় জঙ্গি উপস্থিতির খবর পেয়ে অভিযানে নামে। সেখানেই লস্কর-ই-তইবা’র ৪ জঙ্গিকে হত্যা করে।

উল্লেখ্য, ওই এলাকায় একাধিক তল্লাশি এবং নিরাপত্তা সংক্রান্ত অভিযান চলছে৷ সেখানকার সিআরপিএফ কনভয়ের কাছে গত শনিবার একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। ওইদিন সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনাটি ঘটে৷ তবে কেউ তাতে হতাহত হয়নি।

কাশ্মীরে পুলওয়ামা জেলার আত্মঘাতী হামলার স্মৃতিকে উস্কে দিয়ে ফের একই কায়দায় বিস্ফোরণ ঘটায়। ফলে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

আধিকারিকরা জানিয়েছেন, এই বিস্ফোরণে একটি হুন্ডাই স্যান্ট্রো সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এ বিস্ফোরণের ফলে সিআরপিএফের একটি বাস সামান্য ক্ষতিগ্রস্ত হয় বলে জানা যায়।

ধারণা করা হচ্ছে, গাড়িটিতে কিছু কেমিক্যালস্, বিস্ফোরক এবং এলপিজি সিলিন্ডার ছিল। তাই বিস্ফোরণের মাত্রা তীব্র হয়। তবে এই বিস্ফোরণে কেউ আহত হয়নি।

Bootstrap Image Preview