Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফিলিস্তিনের পূর্ণ স্বাধীনতা আমাদের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ: সৌদি বাদশাহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯, ১০:৩৩ PM
আপডেট: ৩১ মার্চ ২০১৯, ১০:৩৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ফিলিস্তিনের পূর্ণ স্বাধীনতা প্রাপ্তি পর্যন্ত আরব দেশগুলোর কাছে ফিলিস্তিন ইস্যুটি সর্বাধিক গুরুত্ব পাবে বলে জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

পাশাপাশি গোলান মালভূমিতে সিরিয়ার সার্বভৌমত্বকে ক্ষুন্ন করে এমন কোনো সিদ্ধান্তও প্রত্যাখ্যাত হবে বলে জানান তিনি।

রোববার তিউনিসিয়ার রাজধানী তিউনিসে আরব লীগের বার্ষিক সম্মেলনে সৌদি বাদশাহ এ সব কথা বলেন।

গোলান মালভূমি ও ফিলিস্তিনের স্বাধীনতার বিষয়ে সৌদি আরবের সমর্থন পূণর্ব্যক্ত করে সালমান বিন আবদুল আজিজ বলেন, গোলান মালভূমি ইসরাইলের সার্বভৌমত্ব হিসেবে স্বীকৃতি দেয়ার বিষয়টি পুরোপুরি প্রত্যাখ্যান করছি।

আন্তর্জাতিক রেজল্যুশন অনুযায়ী সিরিয়া ও ফিলিস্তিনের সার্বভৌমত্বে বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে রাজনৈতিক সমাধানের ওপর জোর দেন তিনি।

আরব লীগের সম্মেলনে তিউনিশিয়ার প্রেসিডেন্ট বাজি কয়েদ আল ইসাবসি বলেন, আরব লীগের এ সম্মেলনে আমরা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রয়োজনীয়তা পূণর্বব্যক্ত করছি।

তিনি বলেন, ফিলিস্তিনের সমস্যাটি আঞ্চলিক ও আন্তর্জাতিক আইন মেনেই সমাধান করতে হবে। যে সমাধানের ভিত্তিতে ফিলিস্তিনি জনগণ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। এ অঞ্চলে শান্তি ফেরানোর প্রথম পদক্ষেপ হিসেবে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে। যার রাজধানী হবে অধিকৃত জেরুজালেম।

সূত্র: আনাদলু ও আল আরাবিয়্যাহ

Bootstrap Image Preview