Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নাচতে না করায় স্ত্রীর কাপড় খুলে পিটিয়ে চুল কেটে দিলেন স্বামী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯, ১০:০৭ PM
আপডেট: ৩১ মার্চ ২০১৯, ১০:০৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পাকিস্তানের এক নারী পুলিশের কাছে অভিযোগ করেছেন, স্বামীর আহ্বানে সাড়া দিয়ে একটি অনুষ্ঠানে না নাচায় তিনি অকথ্য মারধরের শিকার হয়েছেন। 

পাকিস্তানের গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওই নারীর নাম আসমা আজিজ। তিনি লাহোরের বাসিন্দা।

পুলিশ বলছে, ওই নারী থানায় অভিযোগ দেওয়ার পর তাঁরা স্বামী ও এক গৃহকর্মীকে আটক করেছেন।

গত ২৬ মার্চ লাহোরের অভিজাত সামরিক কর্মকর্তাদের আবাসিক এলাকার ওই নারী পুলিশের কাছে এমন অভিযোগ করেন। তিনি বলেছেন, বাসার গৃহকর্মীদের সঙ্গে নিয়ে তাঁর স্বামী তাঁকে পিটিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, আসমা আজিজ স্বামীর অকথ্য নির্যাতনের বর্ণনা দিচ্ছেন। আসমা বলেন, ‘সে গৃহকর্মীদের সামনেই আমার কাপড় খুলে ফেলে এবং আমার চুল কেটে তা পুড়িয়ে দেয়। দুজন কাজের লোককে সঙ্গে নিয়ে সে আমাকে পিটিয়ে রক্তাক্ত করে।’

সেখানে আসমা আরো জানান, তাঁর স্বামী তাঁকে প্রায়ই মারধর করতেন।

পাকিস্তানের গণমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশ হলে দেশটির মানবাধিকার বিষয়কমন্ত্রী শিরিন মাজারি টুইট বার্তায় জানান, তিনি এ বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং পুলিশকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।

Bootstrap Image Preview