Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছেলে সন্তান না হওয়ায় ফোনেই তালাক স্ত্রীকে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯, ০৮:৩১ PM
আপডেট: ৩১ মার্চ ২০১৯, ০৮:৩১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ফের তিন তালাকের খবর প্রকাশ্যে এলো। স্বামী সৌদি আরবে কাজ করেন। স্ত্রী থাকেন ভারতের উত্তর প্রদেশের কনৌজে। তাদের সংসারে দুই কন্যা সন্তান রয়েছে। তারপরও ১০ বছর ধরে ছেলে সন্তানের জন্য চাপ প্রয়োগ করে আসছিলো শ্বশুরবাড়ির লোকেরা।

ওই গৃহবধূ পুলিশকে জানান, গত ১০ বছর ধরে চাপ তৈরি করছিল শ্বশুরবাড়ির লোকেরা। প্রতিদিন এই নিয়ে অশান্তি লেগেই থাকত। শেষে অশান্তির কারণে তার স্বামী সৌদি আরবে চাকরি নিয়ে চলে যান। সেখান থেকেই ফোনে তাকে তিন তালাক দেন স্বামী।

এরপরই পুলিশের দ্বারস্থ হন ওই গৃহবধূ। অভিযোগ করেন, স্বামীর এই কাজে শ্বশুরবাড়ির লোকেদের পূর্ণ সমর্থন রয়েছে।

কনৌজের এসএসপি বিনোদ কুমার জানিয়েছেন, গৃহবধূর অভিযোগ নেওয়া হয়েছে। তার স্বামী এবং শ্বশুর–শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

Bootstrap Image Preview