Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ট্রেনের চায়ের কাপে মোদির নির্বাচনী প্রচার ভাইরাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯, ০৫:২৮ PM
আপডেট: ৩১ মার্চ ২০১৯, ০৫:২৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতীয় রেল কর্তৃপক্ষের কাছে দেশটির নির্বাচন কমিশন জানতে চেয়েছে কেন ট্রেনে চা দেয়ার কাগজের কাপে ‘ম্যায় ভি চৌকিদার’ লেখা বিজ্ঞাপন ছাপানো হয়েছিল। বিমান পরিবহন মন্ত্রণালয়ের কাছেও একই ধরনের জবাব তলব করেছে নির্বাচন কমিশন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেকে ‘চৌকিদার’ বলে ঘোষণা করার পর থেকে তার মন্ত্রীসভার সদস্য আর বিজেপির নেতারাও নিজেদেরকে চৌকিদার অর্থাৎ দেশের পাহারাদার বা রক্ষাকর্তা বলে সামাজিক মাধ্যমে ঘোষণা দিচ্ছেন। চৌকিদার কথাটি বিজেপি তাদের সব নির্বাচনী প্রচারে ব্যবহার করছে ব্যাপক ভাবে।

শুক্রবার কাঠগোদাম শতাব্দী এক্সপ্রেসের এক যাত্রী টুইট করেন একটি কাগজের চায়ের কাপের। সেই চায়ের একদিকে হিন্দিতে লেখা রয়েছে ‘ম্যায় ভি চৌকিদার’ অর্থাৎ আমিও চৌকিদার আর অন্যদিকে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের নাম। টুইটটি কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায়।

ভারতে নির্বাচনের তফসীল ঘোষণার সঙ্গে সঙ্গেই যে আচরণবিধি চালু হয়ে গেছে তা অনুযায়ী কোনও সরকারি সংস্থা বা সরকারি মাধ্যমকে কোনও দলই নিজেদের প্রচারের কাজে ব্যবহার করতে পারে না। তাই অভিযোগ ওঠে, যে রেল সরকার চালায়, তাদের মাধ্যমেই কীভাবে বিজেপির নির্বাচনী স্লোগান ছাপা হল!

টুইট করা ওই যাত্রীর অভিযোগ, ট্রেনে দুবার একই ধরনের কাগজের গ্লাসে চা দেয়া হয়েছিল। অভিযোগ পেয়েই নির্বাচন কমিশন রেল মন্ত্রণালয়ের কাছে জবাব চেয়ে পাঠায়। ট্রেনে খাবার পরিবেশন করে তাদেরই অধীনস্থ সংস্থা ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি)।

আইআরসিটিসি আবার বিভিন্ন ট্রেনে ঠিকাদারদের মাধ্যমে খাবার পরিবেশন করে। খাবার যেসব গ্লাস কিংবা কাপে পরিবেশন করা হয়, সেখানে ফাকা জায়গায় বিজ্ঞাপন নেয়ার জন্য নানা সংস্থাকে লাইসেন্স দেয়া হয়। তবে কী বিজ্ঞাপন ছাপা হবে, তার অনুমতি নিতে হয় আইআরসিটিসি’র কাছ থেকে।

আইআরসিটিসি এক বিবৃতিতে জানিয়েছে, ‘বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই তদন্ত করা হয়েছে। যে সংস্থা ওই কাগজের কাপে বিজ্ঞাপন যোগাড় করার দায়িত্বে ছিল, তারা আমাদের অনুমোদন না নিয়েই এটা করেছে। এজন্য এক লাখ রুপি জরিমানা করা হয়েছে। তাছাড়া সুপারভাইজার ও প্যান্ট্রিকার ইনচার্জকেও কর্তব্যে গাফিলতির অভিযোগে কারণ দর্শাতে বলা হয়েছে।’

শুক্রবার যখন ট্রেনের চায়ের কাপে ওই স্লোগান নিয়ে বিতর্ক চলেছে সামাজিক মাধ্যমে, বিকেলে এক বিমান যাত্রী টুইট করেন যে সরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বোর্ডিং পাসে তিনি গুজরাট সরকারের একটি বিজ্ঞাপন দেখতে পেয়েছেন, যেখানে নরেন্দ্র মোদির ছবি রয়েছে।

তামিলনাডুর মাদুরাই বিমানবন্দরে কীভাবে প্রধানমন্ত্রীর ছবিসহ বোর্ডিং পাস ইস্যু করল সরকারি বিমান সংস্থা, তা জানতে চেয়ে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়কে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন।

এর আগে, ভোটের তারিখ ঘোষণা হওয়ার পরেও ভারতীয় রেলের টিকিট কাউন্টার থেকে নরেন্দ্র মোদি সরকারের নানা প্রকল্পের বিজ্ঞাপন দেয়া টিকিট বিক্রি হচ্ছিল বলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়।

রেল কর্তৃপক্ষ তখন বলেছিল ওই টিকিটগুলি ভোটের তারিখ ঘোষণা হওয়ার আগেই ছাপা হয়ে গিয়েছিল। কিন্তু তারা এটাও স্বীকার করে নেয় যে নির্বাচনী তফসিল ঘোষণার পরে ওই টিকিট বিক্রি করা তাদের উচিত হয় নি।

চায়ের কাপে ‘ম্যায় ভি চৌকিদার’ স্লোগান নিয়ে সারাদিন সামাজিক মাধ্যমে যে বিতর্ক চলেছে, তার মধ্যে নরেন্দ্র মোদির সমর্থক আর সমালোচক উভয়ই নানা মন্তব্য করেছেন।

সূত্র : বিবিসি বাংলা

Bootstrap Image Preview