Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মোদির বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর ঘোষণা বিএসএফ জওয়ানের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯, ০৪:১৮ PM
আপডেট: ৩১ মার্চ ২০১৯, ০৪:২০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের লোকসভা নির্বাচনে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) থেকে বরখাস্ত হওয়া এক জওয়ান।

বরখাস্ত হওয়া ওই জওয়ানের নাম তেজ বাহাদুর যাদব। তিনি বারানসি আসন থেকে ভোট করবেন। একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ আসন থেকে লড়বেন তিনি।

ভারতের সশস্ত্র বাহিনী থেকে দুর্নীতি দূর করতে নির্বাচন করতে চান জানিয়ে তেজ বাহাদুর বলেন, সশস্ত্র বাহিনীতে দুর্নীতির বিষয়টি তুলে ধরেছিলাম। কিন্তু আমাকে বরখাস্ত করা হয়। নির্বাচনে জিতলে আমার প্রথম লক্ষ্য হবে- বাহিনীগুলোকে আরও শক্তিশালী ও দুর্নীতিমুক্ত করা।

প্রসঙ্গত বিএসএফকে দেয়া খাবারের মান নিয়ে প্রশ্ন তুলে দুই বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছিলেন তেজ বাহাদুর যাদব। যেটি ভাইরাল হয়ে পড়েছিল। পরে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলে বিএসএফ থেকে তাকে বরখাস্ত করা হয়।

Bootstrap Image Preview