Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সৌদিতে হাসপাতাল থেকে গায়েব ৮ কোটি টাকার ওষুধ, গ্রেফতার ৫ বাংলাদেশি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯, ০৩:৪৪ PM
আপডেট: ৩১ মার্চ ২০১৯, ০৩:৪৪ PM

bdmorning Image Preview


সৌদি আরবে একটি হাসপাতালের গুদাম থেকে ৪০ লাখ রিয়াল (বাংলাদেশি ৮ কোটি ৯৫ লাখ ৮১ হাজার টাকা )মূল্যের ওষুধ গায়েব হয়ে গেছে। এ অভিযোগে পুলিশ ৫ বাংলাদেশিকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে মদিনার একটি সরকারি হাসপাতালে।

সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, গত দুই বছরের মধ্যে মদিনায় এভাবে বিপুল পরিমাণ ওষুধ চুরির এটি হলো চতুর্থ ঘটনা। ২০১৭ সাল থেকে ওই এলাকার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র থেকে রহস্যজনকভাবে গায়েব হয়ে গেছে বিপুল পরিমাণের ওষুধ।

২০১৭ সালের আগস্টে আল মদিনা অ্যারাবিক নামে পত্রিকা খবর প্রকাশ করে, কিং ফাহাদ হাসপাতালের গুদাম থেকে গায়েব হয়ে গেছে ওষুধ। দ্বিতীয় ঘটনা ঘটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মূল গুদামে। সেখান থেকে কিডনি ও হেপাটাইটিস রোগীদের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ গায়েব হয়ে যায়।

পবিত্র শহর মদিনার ডায়াবেটিস ট্রিটমেন্ট সেন্টারের গুদাম থেকেও ডায়াবেটিস চিকিৎসার বিপুল পরিমাণ ওষুধ গায়েব হয়। আর সর্বশেষ চুরির ঘটনা উদঘাটন করেন পাবলিক সিকিউরিটি কর্তকর্তারা।

সম্প্রতি এ বিষয়টি ধরা পড়ে। এতে বলা হয়, প্রায় ৪০ লাখ রিয়াল মূল্যের এসব ওষুধ হেপাটাইটিস ও কিডনি রোগের চিকিৎসায় ব্যবহৃত হতো। তবে কোন হাসপাতাল থেকে এ ওষুধ চুরি হয়েছে তা প্রকাশ করা হয়নি। এছাড়া আটক বাংলাদেশিদের নাম, ঠিকানাও প্রকাশ করা হয়নি।

Bootstrap Image Preview