Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘হাতের লেখা এত গুরুত্বপূর্ণ’ স্ট্যাটাস দিয়ে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০১৯, ১০:২৮ PM
আপডেট: ২৯ মার্চ ২০১৯, ১০:২৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পটুয়াখালীর গলাচিপায় সৌমিক মিত্র সবুজ (২২) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। আত্মহত্যার আগে তার নিজের ফেসবুক স্ট্যাটাস লেখেন ‘হাতের লেখা এত গুরুত্বপূর্ণ’

শুক্রবার (২৯ মার্চ) ভোররাতে উপজেলার কচুয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সৌমিক মিত্র সবুজ গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের কচুয়া গ্রামের মৃত নিরঞ্জন মিত্রের ছেলে। 

সবুজের ভগ্নিপতি ঝন্টু বেদনাথ বলেন, সবুজের বড় বোন সাবিত্রী রাণী শুক্রবার গভীর রাতে ঘুম থেকে উঠে বাথরুমে গেলে আম গাছের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। একটি বিষয়ে নম্বর কম পাওয়ায় সবুজের মন-মেজাজ খারাপ ছিল। ধারণা করা হচ্ছে- এ কারণেও সে আত্মহত্যা করতে পারে।

ঝন্টু বেদনাথ অভিযোগ করেন, যে ছাত্র প্রথম বর্ষের পরীক্ষায় বিভাগের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেন, দ্বিতীয় বর্ষের পরীক্ষা তার কিছুতেই খারাপ হতে পারে না। নিশ্চয় এর মধ্যে রহস্য লুকিয়ে আছে।

এব্যাপারে গলাচিপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ বলেন, খবর পেয়ে নিজ ঘরের পেছনে আম গাছের সঙ্গে গলায় দড়িসহ ঝুলন্ত অবস্থায় সবুজের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

ওসি বলেন, সবুজের এলাকায় কোনো শত্রু, প্রেমের সম্পর্ক বা বন্ধু নেই। তারা গরিব মানুষ। তার ছোট বোন বরিশাল বিশ্ববিদ্যালয়ে ও বড় ভাই ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করে।

Bootstrap Image Preview