Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যেভাবে ঘরের আয়না ঝকঝকে তকতকে রাখবেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০১৯, ১২:৫৯ PM
আপডেট: ২৯ মার্চ ২০১৯, ১২:৫৯ PM

bdmorning Image Preview


আয়না একবার ময়লা হলে তা আবার নতুনের মতো করে তোলা সম্ভব হয় না। তা যতই দামি লিকুইড দিয়ে পরিষ্কার করা হোক না কেনো দাগ কিছুটা রয়েই যায়। আবার ঘরে গ্লাস ক্লিনার না থাকার কারণেও ভালো মতো আয়না পরিষ্কার করা যায় না। গ্লাস ক্লিনার না থাকলেও সমস্যা নেই। ঘরোয়া কিছু উপায়ে আয়নার ময়লা দূর করে নতুনের মতো ঝকঝকে করে তোলা সম্ভব। আসুন তাহলে জেনে নেয়া যাক কীভাবে আপনার আয়নাকে ঝকঝকে করবেন।

শেভিং ক্রিম:

বাথরুমের আয়নায় পানি পড়ে পড়ে দাগ পড়ে যায়। যা ওঠানো অনেক বেশি কঠিন হয়ে পড়ে। এই আয়নায় শেভিং ফোম বা ক্রিম মেখে কিছুক্ষণ পর কাপর দিয়ে মুছে ফেলুন। দেখবেন পানির সব দাগ উঠে গেছে। তবে মনে রাখবেন, বেশিক্ষণ আয়নার ওপর শেভিং ক্রিম মেখে রাখবেন না। এতে উল্টো দাগ পড়ে যেতে পারে।

ব্যাগ: চা পান করার পর টি-ব্যাগটি ফেলে না দিয়ে সেটা দিয়ে ভালো মতো আয়নাটা ঘষে নিন। তারপর পানি শুকিয়ে যাওয়ার আগেই সুতি কাপড় অথবা টেবিল টিস্যু দিয়ে মুছে নিন। তারপর হালকা ভেজা সুতি কাপড় দিয়ে ভালো মতো পরিষ্কার করে নিন। দেখুন আয়না কতো ঝকঝকে হয়ে যায়।

সংবাদপত্র: বাসায় রাখা সংবাদপত্র দিয়েও আয়নাকে নতুনের মতো করে তোলা সম্ভব। পানিতে ভেজানো সংবাদপত্র দিয়ে আয়না ঘষে নিন। এবার নরম কাপড় দিয়ে মুছে ফেলুন। আপনি চাইলে ভিনেগার মেশানো পানিতেও সংবাদপত্র ভিজিয়ে নিতে পারেন। এটি আপনার আয়না নতুনের মতো করে দিবে।

বেকিং সোডা: দাগ বেশি হলে বেকিং সোডা ব্যবহার করে খব সহজে আয়নার দাগ দূর করা সম্ভব। এক চা চামচ বেকিং সোডা একটি কাপড়ে নিয়ে পুরো আয়নায় ভালো করে ঘষে নিন। এবার পানিতে ভেজানো তোয়লা দিয়ে আয়নাটা মুছে ফেলুন। দেখবেন, আয়নার দাগ এক নিমেষেই চলে গেছে।

ডিস্টিল্ড ওয়াটার: পানির চেয়ে ডিস্টিল্ড ওয়াটার দিয়ে আয়না ভালো পরিষ্কার হয়। একটি কাপড়ে ডিস্টিল্ড ওয়াটার নিয়ে আয়না ভালো করে মুছে নিন। এটি প্রতিদিন ব্যবহারে আয়না চকচকে হয়ে উঠবে।

ভিনেগার: আয়নাকে নতুনের মতো ঝকঝকে করতে ভিনেগারের তুলনা হয় না। একটি বোতলে এক কাপ ভিনেগারের সঙ্গে এক কাপ পানি ভালো করে মিশিয়ে নিন। এবার ভিনেগারের মিশ্রণটি দিয়ে আয়নার ওপর স্প্রে করুন। এতে আয়নাটা আবার নতুনের মতো হয়ে উঠবে।

Bootstrap Image Preview