Bootstrap Image Preview
ঢাকা, ০৭ শনিবার, ডিসেম্বার ২০২৪ | ২৩ অগ্রহায়ণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্বামীকে কেন অধিক সন্দেহ করা উচিত নয়, চলুন জেনে নিই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২২, ০৩:৪০ PM
আপডেট: ১৫ নভেম্বর ২০২২, ০৩:৪০ PM

bdmorning Image Preview


স্বাধীনতা, ব্যক্তিত্ব, গোপনীয়তা―এসব বিষয়ে সম্মান দেওয়া উচিত। কিছু কিছু ক্ষেত্রে দরকার হলেও সব সময় সঙ্গীকে সন্দেহ করা ঠিক নয়। সব সময় কোথায় যাচ্ছে, কী করছে, আবার ফোন চেক করাও ঠিক নয়। এসব কাজ অবিশ্বাসের দিকে ঠেলে দেয়।

কেন অধিক সন্দেহ করা উচিত নয়, চলুন জেনে নিই।

১. বারবার সন্দেহ, স্বামীর ফোন ঘেঁটে দেখা―এ কাজগুলো দুজনের মধ্যে বিশ্বাসের জায়গাটা আর রাখে না। ফলে সম্পর্কে অবিশ্বাস চলে আসে।  

২. এই কাজ বারবার করা মানে সীমা অতিক্রম করে ফেলা। স্বামীর মনেও আঘাত লাগতে পারে। পথ চলবেন একসাথেই কিন্তু কিছুটা জায়গা নিজের জন্যও প্রয়োজন হয়, সেটা ভুলে গেলে চলবে না।  

৩. অতি সন্দেহের কারণে ভালোবাসায় ব্যাঘাত ঘটাতে পারে। যা সম্পর্কে সমস্যার সৃষ্টি করতে পারে।  ভালোবাসা কমে যেতে পারে।  

৪. সন্দেহের মাত্রা বাড়ে যায়। যেহেতু অল্পতেই স্বামীকে সন্দেহ করছেন। তাই সব কিছু দেখলেই, যেখানে কিছু নেই সেটা দেখেও ভুল ভাবতে পারেন। শান্তিমতো আপনি বসতেই পারবেন না। ফলে সম্পর্কে সমস্যা শুরু হয়।  

৫. স্বামীকে বেশি সন্দেহ করছেন, এতে ভালো না হয়ে আরো বেশি খারাপ হয়ে যেতে পারে। স্বামী হয়তো ভাবছেন বিয়েটা করাই ঠিক হয়নি। বিয়ে করেই ফেঁসে গেছেন। দেখা যাবে কিছু কথা আপনার কাছ থেকে লুকিয়ে যাচ্ছেন। কারণ বললেই সন্দেহ করছেন।  

সত্র : ইউর ট্যাঙ্গ

Bootstrap Image Preview