Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রাথমিক শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ০৭:০৬ PM
আপডেট: ২৮ মার্চ ২০১৯, ০৭:০৬ PM

bdmorning Image Preview


লালমনিরহাটের হাতীবান্ধায় ১১ তম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর ইউএনওর মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ। 

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলা পরিষদের মেইন গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মাসুদা আখতার বানুর সভাপতিত্বে ও শাকিলা খন্দকারের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, ১১তম গ্রেড বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আমিনুর রহমান, সহকারী শিক্ষক রোকনুজ্জামান সোহেল, জালাল উদ্দিন, নুর আলম সিদ্দিক, কামরুজ্জামান, এ আর ফয়সাল হক প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সহকারী শিক্ষকগণ বর্তমানে ১৪ তম গ্রেডে বেতন ভোগ করছে যার মূূল বেতন ১০ হাজার টাকা। আর প্রধান শিক্ষকগণ ১১ তম গ্রেডে বেতন ভোগ করছেন যার বেতন ১২ হাজার ৫'শ টাকা। প্রধান শিক্ষকের চেয়ে সহকারী শিক্ষকদের পার্থক্য হচ্ছে ৩ ধাপ। তাই আমরা সহকারী শিক্ষকগণ ১১ তম গ্রেড বাস্তবায়নে সরকারের নিকট দাবি জানাচ্ছি। 

 



 

Bootstrap Image Preview