Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অশ্লীল ছবি তৈরি করে একসঙ্গে ২০০ তরুণীকে ব্ল্যাকমেইল করত এই তরুণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ০৭:০৬ PM
আপডেট: ২৮ মার্চ ২০১৯, ০৭:০৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


তরুণীদের বিকৃত ছবি তৈরি করে তা পর্ন সাইটে দেওয়া ও তরুণীদের হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে গ্রেফতার করা হয় ২০ বছরের এক যুবককে। এমনই ঘটনা ঘটেছে ভারতের আহমেদাবাদে। 

তদন্তে পুলিশ জানায়, অন্তত ২০০ জন তরুণীকে ব্ল্যাকমেইল করেছে ভারতের আহমেদাবাদের এই তরুণ। 

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, দ্বাদশ শ্রেণিতে ফেল হওয়া জনম পোরওয়ালের বিশেষ দক্ষতা রয়েছে তথ্য ও প্রযুক্তিতে। সোশ্যাল মিডিয়া থেকে ছবি ডাউনলোড করে বিকৃত করে তা পর্ন সাইটে দেওয়ার হুমকি দিত জনম।

সেই বিকৃত ছবি তরুণীদের কাছে পাঠিয়ে তাদের ভিডিও চ্যাটে বাধ্য করা হত। জনসমক্ষে ছবিগুলি প্রকাশ করে দেওয়ার হুমকিও দেওয়া হত। তার ফাঁদে পা দিয়ে ভয় পেয়ে অনেকেই নিজেদের ব্যক্তিগত নম্বর দিয়েছিল জনমকে।

সূত্রে আরও জানা যায়, গত জানুয়ারি মাসে দুটি অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। ডিজিটাল প্রমাণ জোগার হলেও অভিযুক্তের লোকেশন শনাক্ত করতে পারছিল না পুলিশ। কারণ ট্র্যাক করতে গিয়ে মেলে দেশের বিভিন্ন প্রান্ত এমনকী কানাডার লোকেশন।

অবশেষে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট থেকে খুঁজে বের করা হয় জনমকে। সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হয়। তার মোবাইলে ১৮০০ তরুণীর কনট্যাক্ট নম্বর মিলেছে। মিলেছে ২০০-র ও বেশি তরুণীর বিকৃত ছবি।

Bootstrap Image Preview