Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতের দেওয়া লোকেশনগুলিতে কোনো জঙ্গি ঘাঁটি নেই, দাবি পাকিস্তানের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ০২:০৮ PM
আপডেট: ২৮ মার্চ ২০১৯, ০২:০৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের চিহ্নিত করা লোকেশনগুলিতে কোনো জঙ্গি ঘাঁটি নেই বলে জানিয়েছেন পাকিস্তান। ৫৪ জন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলওয়ামা হামলা নিয়ে তাদের জড়িত থাকার কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি বলে দাবি করেছে পাকিস্তান।

বৃহস্পতিবার (২৮ মার্চ) পাক পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে। 

পাকিস্তান সীমান্তে সক্রিয় জঙ্গি ঘাঁটি রয়েছে, এমন ২২টি লোকেশন চিহ্নিত করে ইসলামাবাদকে রিপোর্ট পাঠিয়েছিল ভারত।

ইসলামাবাদ জানানিয়েছে, তারা ওই লোকেশনগুলি নিয়ে খোঁজ নিয়েছে। তল্লাশি চালিয়েছে। কোনো জঙ্গি ঘাঁটি দেখা যায়নি। এমন কী দিল্লিকে ইসলামাবাদের প্রস্তাব, ভারত চাইলে পাক সরকারের অনুমতি নিয়ে সেই জায়গাগুলি নিজেরাই গিয়ে দেখতে পারে।

পাক পররাষ্ট্রমন্ত্রী বিবৃতি জানিয়েছেন, ৫৪ জন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ পুলওয়ামা হামলা নিয়ে তাদের জড়িত থাকার কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি। একই সঙ্গে ভারতের চিহ্নিত করা ২২টি লোকেশনেও কোনও জঙ্গি ঘাঁটির হদিশ মেলেনি৷ ভারত চাইলে ওই জায়গাগুলি ভিজিট করতে পারে।

পুলওয়ামা হামলার পর পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে একটি ডসিয়ার দেয়। পুলওয়ামা হামলার বিষয়ে পাকিস্তানকে একাধিক জঙ্গি ঘাঁটি ও সন্দেহভাজনদের তালিকা জমা দেয় ভারত। পাকিস্তান বিদেশমন্ত্রকের দাবি, সেই ডসিয়ার অনুযায়ী তারা তদন্ত করেছে৷ উল্লেখযোগ্য কিছু মেলেনি।

Bootstrap Image Preview