Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খাটো পুরুষদের সঙ্গে ডেটিং নারীদের জন্য লাভজনক, বলছে গবেষণা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯, ০৯:৫১ PM
আপডেট: ২৭ মার্চ ২০১৯, ০৯:৫১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ডেটিংয়ের কথা উঠলেই নারীদের প্রথম পছন্দ টল-ডার্ক-হ্যান্ডসাম। যার কারণে খাটো পুরুষরা থাকেন মনকষ্টে। কিন্তু উচ্চতা তো পুরোপুরি নিজের হাতে নেই। বেশির ভাগ ক্ষেত্রেই প্রকৃতি যেভাবে তাদের গড়েছে সেটাই তাদের উচ্চতা হয়। আর সেই আকৃতি আর রূপই নিয়েই তাদের সারাজীবন থাকতে হয়।

কিন্তু যারা খর্বকায় বা খাটো পুরুষ পছন্দ করেন না, তাদের জানা দরকার উচ্চতায় খাটোদের ডেট করা কিন্তু বেশ লাভজনক। গবেষণা বলছে যেসব পুরুষ খর্বকায় হয়, তারা জানে নিজেকে কীভাবে মেলে ধরতে হয়। সাধারণত তারা সম্পর্ক নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন না। স্বাভাবিকভাবেই সম্পর্কে পজেসিভনেস অনেক কম থাকে।

সঙ্গী বাছার ক্ষেত্রে কখনোই উচ্চতার কথা ভাবে না তারা। দেখা গিয়েছে, খর্বাকৃতি পুরুষরা খোলা মনের হয়। নিজের চেয়ে খাটো কারো সঙ্গেই ডেট করতে হবে, এমন অযৌক্তিক গোঁড়ামি এদের থাকে না।

সচরাচর কম উচ্চতার পুরুষরা অনেক বিশ্বস্ত সঙ্গী হয়। একটি জরিপে দেখা গিয়েছে, একজন খাটো পুরুষ কোনো নারীকে যতবার ঠকায়, একজন উচ্চতা সম্পন্ন পুরুষ তার দ্বিগুণ ঠকায়। ৫ ফুট ১০ ইঞ্চির বেশি যে সব পুরুষদের উচ্চতা, তাদের মধ্যে এই প্রবণতা বেশি।

তাই বলা যায় প্রেমের জন্য কিন্তু খর্বাকৃতি পুরুষরাই আদর্শ। জরিপ আরো বলছে, লম্বা পুরুষ খাটো পুরুষের তুলনায় তাড়াতাড়ি বিয়ে করে। কিন্তু একটা বিষয় এক্ষেত্রে ভীতিকর যে তাদের সম্পর্কও তাড়াতাড়ি ভাঙে।

এছাড়াও দেখা গিয়েছে খাটো পুরুষদের ডিভোর্সের হার অনেক কম। অপেক্ষাকৃত লম্বা পুরুষদের ডিভোর্স হয় বেশি। অনেক নারীই ভাবেন খাটো পুরুষকে বিয়ে করার মানেই চিরকালের জন্য হাইহিল পড়া যাবে না। তবে ভেবে দেখুন ফ্যাশন বড় নাকি একজন বিশ্বস্ত জীবনসঙ্গী।

Bootstrap Image Preview