Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আর্জেন্টিনার জার্সির যোগ্য নয় মেসিরা: মারাডোনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯, ০১:১৪ PM
আপডেট: ২৭ মার্চ ২০১৯, ০১:১৮ PM

bdmorning Image Preview


মাদ্রিদে ভেনেজ়ুয়েলার বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলিতে ১-৩ হারের পরে আর্জেন্টিনার জাতীয় দলের সমালোচনায় মুখর ফুটবল বিশেষজ্ঞ থেকে বহু প্রাক্তন তারকা। একমাত্র মারাদোনাই এত দিন কোনও মন্তব্য করেননি। অবশেষে নীরবতা ভাঙলেন ফুটবল কিংবদন্তি। 

মারাদোনার মতে আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি গায়ে খেলার যোগ্যতাই নেই এই ফুটবলারদের। ক্ষুব্ধ মারাদোনা বলেছেন, ‘‘আর্জেন্টিনা বনাম ভেনেজ়ুয়েলা ম্যাচটা দেখিনি। কারণ, ভয়ের সিনেমা আমি দেখতে একেবারেই পছন্দ করি না। এই ফুটবলারদের আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি গায়ে খেলার যোগ্যতাই নেই। আর্জেন্টিনার সেই সব মানুষের জন্য দুঃখিত, যাঁরা এখনও বিশ্বাস করেন এই ফুটবলারেরা দেশকে এগিয়ে নিয়ে যাবেন।’’

ফুটবল ফেডারেশনের কর্তাদের বিরুদ্ধেও তোপ দেগেছেন ১৯৮৬ বিশ্বকাপের নায়ক। তিনি বলেছেন, ‘‘জাতীয় দলের দায়িত্বে থাকা কর্তারা প্রত্যেকেই অযোগ্য। তাই হয়তো ভেবেছিলেন, সহজেই ম্যাচটা জিতবে আর্জেন্টিনা। ভেনেজ়ুয়েলা কতটা শক্তিশালী সেই সম্পর্কে ধারণাই নেই ওঁদের।’’

তিনি আরও বলেছেন, ‘‘আমি মনে করি রুগেরি, বাতিস্তা, জিস্তি, পম্পিদু, ক্যানিজিয়ারা থাকলে ছবিটা অন্য রকম হত। কিন্তু ওদের কখনও ডাকা হয় না।’’

মারোদানা গোটা দলের সমালোচনা করলেও কোনও ফুটবলারের নাম উল্লেখ করেননি। কিন্তু ১৯৭৮ বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের অন্যতম সদস্য ও জাতীয় দলের প্রাক্তন কোচ দানিয়েল পাসারেল্লে প্রশ্ন তুলেছেন লিওনেল মেসির দায়বদ্ধতা নিয়ে। তিনি বলেছেন, ‘‘মেসি অসাধারণ ফুটবলার। ওর অনেক কিছু দেওয়ার আছে। কিন্তু বার্সেলোনার হয়ে খেলার সময় ওর মানসিকতাই বদলে যায়। ক্লাবের জার্সিতেই ভাল খেলে মেসি।’’

Bootstrap Image Preview