Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হাফ ডজন গোলে জিতল বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯, ১০:৫৮ AM
আপডেট: ২৭ মার্চ ২০১৯, ১০:৫৯ AM

bdmorning Image Preview


গত বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয় চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। সেই ব্যর্থতা থেকে সরে এসে নিজেদের নতুন ভাবে তৈরিতে ব্যস্ত আজ্জুরিরা। মঙ্গলবার মধ্যরাতে তারই প্রমাণ রাখল তারা।

২০২০ ইউরো কাপের কোয়ালিফায়ার রাউন্ডের দ্বিতীয় ম্যাচেও জয় অব্যাহত তাদের। ঘরের মাঠে লিচটেনস্টাইনকে গোলের মালা পরাল তারা। মোট হাফডজন।

ম্যাচে ইতালির হয়ে জোড়া গোল ফাবিও কুয়াগরিয়ালেরা। ইতালির সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসাবে আন্তর্জাতিক গোল করার নজির গড়লেন কুয়াগরিয়ালেরা। এর আগে প্রথম ম্যাচে ফিনল্যান্ডের বিরুদ্ধে জয় পেয়েছিল ইতালি। গ্রুপ জে-তে শীর্ষে তারা।

 

একইদিনে মাঠে নেমেছিল ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনও। বাইরের মাঠে মালতার বিরুদ্ধে সহজ জয় তুলে নিলেন র‍্যামোসরা। ম্যাচে জোড়া গোল চেলসির স্ট্রাইকার অ্যালভারো মোরাতার। যিনি এই মুহূর্তে লোনে আতলেতিকো মাদ্রিদে খেলছেন। পরপর দু'ম্যাচে জয় পেয়ে গ্রুপ এফএ শীর্ষে স্পেন।

ইতালি-স্পেনের জয়ের রাতে জয় পেয়েছে ফিনল্যান্ড, আয়ারল্যান্ড ও রোমানিয়া। ফিনল্যান্ড ২-০ গোলে আর্মেনিয়া, আইরিশরা ১-০ গোলে জর্জিয়া ও রোমানিয়া ৪-১ গোলে ফারো আইল্যান্ডসকে হারায়।

এছাড়া সুইজারল্যান্ড-ডেনমার্ক ৩-৩, নরওয়ে-সুইডেন একই স্কোর এবং বসনিয়া-হার্জেগোভিনা ম্যাচ ২-২ গোলে ড্র হয়।

Bootstrap Image Preview