জন্মনিয়ন্ত্রণে বিষয় পুরুষদের অবশ্য কোনো সময় মাথাব্যথা ছিল না। এ ব্যাপারে সঙ্গিনীর উপর দায় চাপিয়েই তারা নিশ্চিন্ত। এমনকী বন্ধ্যাত্বকরণেও পুরুষরা বিশেষ আগ্রহ দেখায় না।
কিন্তু, মেয়েরাই বা একা জন্মনিয়ন্ত্রণের দায় নিয়ে দিনের পর দিন গাদাগুচ্ছের গর্ভনিরোধক পিল খাবেন কেন? এক্ষেত্রে পুরুষদেরও তো সমভূমিকা থাকা উচিত। তাই খুব শিগগিরই বাজারে আসছে জন্মনিয়ন্ত্রণের বেশকিছু নতুন পদ্ধতি। পুরুষের জন্য এ পিল খুব শিগগিরই বাজারে আসছে।
জন্মনিয়ন্ত্রণে পুরুষদের জন্য ইঞ্জেকশন থাকলেও, এতদিন কোনো বার্থ কন্ট্রোল পিল ছিল না। সূত্রের খবর এর মধ্যেই মানবশরীরে নিরাপত্তা সংক্রান্ত প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এই পুরুষ পিল। যাকে বলা হচ্ছে, 11-beta-MNTDC।
পরীক্ষামূলক ভাবে ৪০ জন পুরুষের উপর তা প্রয়োগ করা হয়েছিল। অভাবনীয় সাফল্য মিলেছে। পুরুষ পিল প্রস্তুতকারী ড্রাগ কোম্পানির দাবি, ২৮ দিনের ফেজ সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে।
সূত্রে জানা যায়, এই পিলে পুরুষদের কামশক্তি বজায় থাকলেও, শুক্রাণুর উত্পাদন সাময়িক কমিয়ে দেয়। ফলে, সেক্সে গর্ভধারণের সম্ভাবনা থাকে না।