Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঘাম ঝরানো জয় পেল আর্জেন্টিনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯, ০৯:৩৯ AM
আপডেট: ২৭ মার্চ ২০১৯, ০৯:৪৩ AM

bdmorning Image Preview


মরক্কোর মাঠে অনুষ্ঠিত আন্তর্জাতিক ঘাম ঝরানো জয় পেল আর্জেন্টিনা। লিওনেল মেসিকে অনুপস্থিতে স্বাগতিক মরক্কোকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। আগের ম্যাচে ভেনেজুয়েলার কাছে ৩-১ গোলের হারের পর স্বস্থির জয় দিয়ে আত্বিবিশ্বাস ফেরালো তারা। 

মরক্কোর তানজিয়ারের ইবনে বতুতা স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ম্যাচের প্রথমার্ধটা ছিল গোল শূন্য ড্র। দুই দল গোলের দেখা না পেলেও অবশ্য এই অর্ধে ফুটবলের চেয়ে দুই দলের খেলোয়াড়দের হাতাহাতিই হয়েছে বেশি। এই সময়ে আর্জেন্টিনা করেছে ১৪টি ফাউল। মরক্কোও তাই!

দ্বিতীয়ার্ধেও দিবালা-মার্তিনেসদের খেলায় আক্রমণে গতি বাড়েনি। অবশেষে ৮৩তম মিনিটে এসে স্বস্তি পায় আর্জেন্টাইন সমর্থকরা। মাতিয়াস সুয়ারেজের বাড়ানো পাসে অসাধারণ এক গোল করেন কোরেরা। আর এই গোলেই হাসিমুখে মাঠ ছাড়ে মেসিকে ছাড়া খেলতে নামা দলটি।

পুরো ম্যাচে সব মিলিয়ে ৪৯ বার ফাউলের বাঁশি বাজাতে বাধ্য হয়েছেন রেফারি। এমন কী দুই দলের হাতাহাতিও চোখে পড়লো। ম্যাচে ২৭বার ফাউল করেছে আর্জেন্টাইনরা। মরক্কো ২২টি। 

কোপা আমেরিকার আগে এটাই ছিল আর্জেন্টিনার শেষ প্রস্তুতিমূলক ম্যাচ। আগামী ১৫ জুন কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলে অনুষ্ঠেয় এই টুর্নামেন্ট শুরু করবে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

Bootstrap Image Preview