Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পতুর্গালের ড্র, রোনালদোর ইনজুরি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ০২:৫৮ PM
আপডেট: ২৬ মার্চ ২০১৯, ০২:৫৮ PM

bdmorning Image Preview


ইউরোর বাছাইপর্বে আবারও পয়েন্ট নষ্ট করল পর্তুগাল। প্রথম ম্যাচে ইউক্রেনের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর এবার সার্বিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। 

তবে হাতশায় ড্রয়ের ম্যাচের প্রথমার্ধে ইনজুরিতে পড়েছেন পতুর্গাল স্টাইকার পড়েছেন রেনালদো। তবে নিজের চোট নিয়ে চিন্তিত নন বলে জানিয়েছেন ‘সিআর-সেভেন’।

এদিন সার্বিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে সপ্তম মিনিটে গোল খায় পতুর্গাল। ৪২ মিনিটে দানিলো পেরেইরার একক নৈপুণ্যে সমতা ফেরাল ইউরো চ্যাম্পিয়নরা। সোমবার লিসবনে বি-গ্রুপের ম্যাচটিও ১-১ গোলে ড্র হয়। তবে ম্যাচের প্রথমার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শেষ পর্যন্ত দলও জিততে পারেনি।

টানা দুই ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে তৃতীয় স্থানে আছে পর্তুগাল। সোমবার লাক্সেমবার্গের মাঠে ২-১ গোলে জেতা ইউক্রেন সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। দ্বিতীয় স্থানে থাকা লাক্সেমবার্গের পয়েন্ট ৩।

এদিকে ম্যাচের পর নিজের চোট নিয়ে রোনালদো বলেছেন, ‘আমার চোট নিয়ে একদমই ভাবছি না। কারণ, আমি আমার শরীরকে খুব ভালোভাবেই চিনি।’

দুই সপ্তাহের মধ্যেই মাঠে ফেরার আশা পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলারের, ‘ফুটবলে এসব হবেই। আমি শান্ত আছি। কারণ, আমি জানি এক থেকে দুই সপ্তাহের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে যাব।’

আগামী ১০ এপ্রিল চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে আয়াক্সের মাঠে খেলবে জুভেন্টাস। এর ছয়দিন পর নিজেদের মাঠে খেলবে ফিরতি লেগ।

Bootstrap Image Preview