Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কোপা আমেরিকায় মেসির খেলার কথা নিশ্চিত করলেন স্কালোনি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ০১:৫৮ PM
আপডেট: ২৬ মার্চ ২০১৯, ০২:০০ PM

bdmorning Image Preview


আসন্ন কোপা আমেরিকা আসরে খেলবেন নিওনেল মেসি। এমটাই জানিয়েছেন আর্জেন্টিনা ফুটবল দলের বর্তমান কোচ স্কালোনি। একই সঙ্গে ভেনেজুয়েলার বিপক্ষে হার নিয়ে মেসির কোনো হতাশা নেই বলেও জানিয়েছেন তিনি।

ফ্রান্সের কাছে রাশিায় বিশ্বকাপে বিদায়ের পর প্রায় আট মাসের লম্বা বিরতি কাটিয়ে মরক্কোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ফিরছিলেন লিওনেল মেসি। তবে তার প্রত্যাবর্তনের ম্যাচে ভেনিজুয়েলার কাছে ৩-১ গোলের বড় ব্যবধানে পারজিত হয় মেসির দল। 

ম্যাচটিতে চোট পাওয়ায় তানজারে অনুষ্ঠেয় মঙ্গলবার বাংলাদেশ সময় রাত একটায় মরক্কোর বিপক্ষে লড়াইয়ে খেলতে পারবেন না মেসি। তবে দীর্ঘ সময় পর মেসির এই প্রত্যাবর্তন কোপা আমেরিকায় পর্ব  নিয়ে আশায় বুক বাঁধছেন আর্জেন্টাইন সমর্থকরা। 

মেসি কী আসছে কোপা আমেরিকাতে খেলবেন? এমন এক প্রশ্নের জবাবে মরক্কোর বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, “লিও কোপা আমেরিকায় থাকবে। প্রতিযোগিতাটিতে সে খেলবে।…আমরা তাকে খুব প্রাণবন্ত দেখেছি।”

আসছে ১৪ জুন থেকে শুরু হবে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বলে খ্যাত কোপা আমেরিকা।

Bootstrap Image Preview