Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কাশ্মীরে পাক বাহিনীর গুলিতে ভারতীয় সেনা নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯, ০৫:২৬ PM
আপডেট: ২৪ মার্চ ২০১৯, ০৫:২৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


জম্মু-কাশ্মীরে শূন্য রেখায় পাকিস্তান সীমান্তরক্ষী বাহিনী পাক রেঞ্জার্সের গুলিতে ভারতের এক সেনাসদস্য নিহত হয়েছে। কাশ্মীরের পুঞ্চ সেক্টরে শনিবার রাতভর গোলাবর্ষণ চলে; যা রোববার সকাল পর্যন্ত অব্যাহত থাকে। গোলাগুলিতে রাজস্থানের বাসিন্দা ও দেশটির সেনাবাহিনীর সদস্য হারি ওয়াকার গুরুতর আহত হয়েছেন।

রোববার দেশটির সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। এনডিটিভি বলছে, গোলাগুলিতে ওই সেনাসদস্য গুরুতর আহত হয়েছিলেন। পরে সকালের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে গত বৃহস্পতিবার সুন্দরবানি সেক্টরের কাছে পাক রেঞ্জার্সের ব্যাপক গোলাবর্ষণে ভারতীয় সেনাবাহিনীর সদস্য যশ পল (২৪) নিহত হয়। চলতি মাসের প্রথম তিন সপ্তাহে সীমান্তে শূন্য রেখার কাছে পাক রেঞ্জার্সের অস্ত্রবিরতি লঙ্ঘন ১০০ গুণ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিগোষ্ঠী জয়েশ-ই-মোহাম্মদের গাড়িবোমা হামলায় ভারতের কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনীর ৪০ সদস্যের প্রাণহানি ঘটে। এর জবাবে ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের ভেতরে ঢুকে বালাকোটে জঙ্গি আস্তানায় অভিযান পরিচালনার দাবি করে ভারতীয় বিমানবাহিনী।

ভারতের এই অভিযানের পর সীমান্তে পাক নিরাপত্তা বাহিনীর সীমান্তে অস্ত্রবিরতি লঙ্ঘনের মাত্রা বেড়েছে। গত ১৫ বছরের ইতিহাসে পাক-ভারত সীমান্তে পাকিস্তান সবচেয়ে বেশি অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। গত বছর পাকিস্তান অন্তত ২ হাজার ৯৩৬ বার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।

Bootstrap Image Preview