Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কলকাতায় ভয়াবহ কালবৈশাখী ঝড়, নিহত ৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯, ১০:২৪ AM
আপডেট: ২৩ মার্চ ২০১৯, ১০:২৫ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের কলকাতা শহর ও এর আশপাশে এলাকায় শুক্রবার ভয়াবহ কালবৈশাখী ঝড় আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত ৩ জনের প্রাণহানি ঘটেছে বলে খবরে বলা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানায়, গতকাল বিকেল নাগাদ কাল বৈশাখী ঝড় আঘাত হানে। কালবৈশাখী এই ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৬৮ কিলোমিটার।

এছাড়া ঝড়ের কারণে কিছু সময়ের জন্যে কলকাতার শিয়ালদহতে ট্রেন চলাচল বন্ধ ছিল।

খবরে বলা হয়েছে, দেশটির পূর্ব বর্ধমান ও বুদবুদে বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো এক অঞ্চলে বজ্রপাতে একজনের মৃত্যু হয়।

এদিকে রাজা সুবোধ মল্লিক স্কোয়ারের কাছে ঝোড়ো হাওয়ায় মুচিপাড়া থানার পুলিশের গাড়িতে গাছ পড়ে ক্ষয়ক্ষতি হয়।

কালবৈশাখী ঝড়ের ফলে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, কলকাতার জনজীবন বিপর্যস্ত বলেও জানিয়েছেন দেশটির আবহাওয়া দফতরের কর্মকর্তারা।

ঝড়ের ফলে ভেঙে পড়ে বহু গাছের ডাল, অনেক বাসস্ট্যান্ডের ছাউনি উড়ে গেছে, এছাড়াও বহু গাছ উপড়ে পড়েছে। এছাড়া ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা যায়।

Bootstrap Image Preview