Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আগামীকাল খুলে দেওয়া হবে আল নুর ও লিনউড মসজিদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ মার্চ ২০১৯, ০৩:৩৩ PM
আপডেট: ২২ মার্চ ২০১৯, ০৩:৩৩ PM

bdmorning Image Preview


গত শুক্রবার শ্বেতাঙ্গ সন্ত্রাসী ব্রেনটন টেরেন্টের হামলা ঘটনার পর থেকেই আল নুর ও লিনউড মসজিদ বন্ধ রাখা হয়েছিল। আগামীকাল শনিবার থেকে মসজিদ দুটি খুলে দেয়া হবে।

আন্তর্জাতিক গণমাধ্যমে মসজিদ দুটি খুলে দেয়ার খবরটি নিশ্চিত করেছেন নিউজিল্যান্ড পুলিশের এক মুখপাত্র।

আপাতত মসজিদ দুটি বন্ধ থাকলেও আজ জুমার নামাজ আদায় করেছেন ক্রাইস্টচার্চের মুসলমানরা। জুমার নামাজের জন্য বেছে নেয়া হয়েছিল আল নুর মসজিদের কাছে হ্যাগলি পার্ক। সেখানেই জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

এর আগে নিহতদের উদ্দেশে শোক প্রকাশে হ্যাগলি পার্কে সমবেত হন বিভিন্ন ধর্মের পাঁচ হাজারের বেশি মানুষ। সমবেত অনুষ্ঠানে হ্যাগলি পার্কে যোগ দিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আরডান।

তার নেতৃত্বে মুসলিম সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশ করতে ২ মিনিট নীরবতা পালন করা হয়। নীরবতা ভাঙার পর সেখানে প্রধানমন্ত্রী বলেন, নিউজিল্যান্ড আপনাদের দুঃখে ব্যথিত। আমরা সবাই এক।

এর আগে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর একটি হাদিসের উদ্ধৃতি দেন প্রধানমন্ত্রী জাসিন্দা।

এ সময় নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী, নিরাপত্তা নারী পুলিশসহ সমাগমস্থলের অধিকাংশ নারীকে হিজাব পরতে দেখা যায়। এর পর স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে আজান এবং জুমার নামাজ রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওতে সরাসরি সম্প্রচার করা হয়।

এ ছাড়া শনিবার ক্রাইস্টচার্চে 'মার্চ ফর লাভ' নামে একটি সমাবেশের আয়োজন করা হবে বলে জানা গেছে। ওই সমাবেশে কয়েক হাজার মানুষ অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।

Bootstrap Image Preview