Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথিরের প্রশংসায় ইমরান খান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ মার্চ ২০১৯, ০৩:০৪ PM
আপডেট: ২২ মার্চ ২০১৯, ০৩:০৪ PM

bdmorning Image Preview


তিন দিনের সফরে পাকিস্তানে রয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। শুক্রবার ইসলামাবাদে এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানে তিনি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলার পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যে অবস্থান নিয়েছেন তার প্রশংসা করেছেন।

ইমরান খান বলেন, দুর্নীতির বিরুদ্ধে আপনার যে অবস্থান, আমরা তার প্রশংসা করছি। কোথাও কোনো মুসলমান অপরাধ করলে বিশ্বজুড়ে সব মুসলমানকে তার জন্য দায়ী করা হচ্ছে।

নিউজিল্যান্ডের হামলার জন্য ক্রমাগত ইসলাম বিদ্বেষের প্রচারকে দায়ী করেন সাবেক ক্রিকেট কিংবদন্তি ইমরান খান।

এ সময় মাহাথির বলেন, দুর্নীতির বিরুদ্ধে আমরা কীভাবে লড়াই করতে পারি, তা নিয়ে দুই দেশের মধ্যে তথ্যবিনিময় হতে পারে।

মুসলিম বিশ্ব নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, এমন কোনো মুসলিম দেশ নেই, যেটিকে আমরা উন্নত দেশ বলতে পারি। ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া উন্নত দেশ হওয়ার পরিকল্পনা করেছে। কিন্তু দুর্ভাগ্যবশত, সরকারের ভেতরে পরিবর্তনের কারণে সেই লক্ষ্য অসম্ভব হয়ে উঠেছে।

দ্বিপক্ষীয় সম্পর্কের বর্ণনা দিতে গিয়ে মাহাথির বলেন, বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করা সম্ভব। আমাদের শনাক্ত করতে হবে, কোন পণ্যটি আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারেন এবং আমরা কোন পণ্যটি আপনাদের কাছে বিক্রি করতে পারি।

মাহাথিরের এ সফরে পাকিস্তানের সঙ্গে ৮০০ থেকে ৯০০ মিলিয়ন ডলারের সমমূল্যের বিনিয়োগ চুক্তি করবে মালয়েশিয়া। আজ শুক্রবার এ চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

Bootstrap Image Preview