Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চীনে পথচারীদের উপর গাড়ি, চলকসহ নিহত ৭

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ মার্চ ২০১৯, ০৩:০০ PM
আপডেট: ২২ মার্চ ২০১৯, ০৩:০০ PM

bdmorning Image Preview


চীনের হুবেই প্রদেশের জোয়্যাং শহরে তীব্র গতিতে ছুটে আসা গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছে ৬ পথচারী। এই ঘটনায় আহত হয়েছে আরো ৭ জন। 

শুক্রবার (২২ মার্চ) ৬ পথচারীকে গাড়ির চাকায় পিষ্ট করে মারার পর ওই ঘাতক চালক নিহত হয় পুলিশের গুলিতে। চীনের রাষ্ট্রীয় টিভি চ্যানেল সিসিটিভি এই ঘটনার তথ্য জানায়। খবর- রয়টার্সের।

রয়টার্সের খবরে জানা যায়, শুক্রবার ভোরে হুবেই প্রদেশের জোয়্যাং শহরে হঠাৎ করেই ভীড়ে ঠাসা ব্যস্ত রাস্তায় ঢুকে পথচারীদের উপর দিয়েই গাড়ি চালিয়ে দেয় ওই ঘাতক চালক। এ সময় গতি নিয়ন্ত্রণ করার কোন চেষ্টা করেনি সে। ব্যস্ত রাস্তায় পথচারীদের উপর গাড়ি উঠিয়ে দেওয়ায় ৬ পথচারী ঘটনাস্থলেই মারা যান। পরে চালককে নিয়ন্ত্রণে আনতে গুলি চালাতে বাধ্য হয় স্থানীয় পুলিশ। পুলিশের গুলিতে মৃত্যু হয় তার। আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রসঙ্গত, চীনে এমন ঘটনা এই প্রথম নয়। এর আগেও গত সেপ্টেম্বর মাসে হুনান প্রদেশের হেংডং শহরে এমনই এক বেপরোয়া গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে প্রাণ হারান ১১ জন পথচারী। ওই ঘটনায় ১২ জনেরও বেশি আহত হন। এরপর আবার নভেম্বর মাসে লিয়াওনিং প্রদেশে এক প্রাথমিক স্কুলের সামনে রাস্তা পারাপারের সময় একদল শিশুর উপর উঠে যায় একটি নিয়ন্ত্রণহীন গাড়ি। ওই ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারায় ৫ শিশু, আহত হয় আরও ১৯ জন।

Bootstrap Image Preview