Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইরাকে ফেরিডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ১০০

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ মার্চ ২০১৯, ১০:৫৪ AM
আপডেট: ২২ মার্চ ২০১৯, ১০:৫৪ AM

bdmorning Image Preview


ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরের টাইগ্রিস নদীতে ফেরিডুবিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০ জনে। নিহতদের মধ্যে ১৯ শিশু ও ৬১ নারী রয়েছে।

বৃহস্পতিবার নওরোজ উৎসব শেষে ফেরার পথে এ প্রাণহানির ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ধারণক্ষমতার চেয়ে বেশি লোক ওঠার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। মসুল বাঁধ খুলে দেয়ার কারণে পানির স্তর বেড়ে যাওয়ার বিষয়ে কর্তৃপক্ষ জনসাধারণকে আগেই সতর্ক করেছিল। ফেরি চালকরা এ সতর্কতা আমলে না নেয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে।

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, নওরোজ উদযাপন শেষে কুর্দি সম্প্রদায়ের লোকজন টাইগ্রিস নদী দিয়ে বাড়ি ফিরছিল।

মসুলের সিভিল ডিফেন্সপ্রধান হুসাম খলিল জানান, দুর্ঘটনায় নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। ফেরিটি ডুবে যাওয়ার পর সাঁতার না জানার কারণে তাদের বেশি মৃত্যু হয়েছে।

Bootstrap Image Preview