Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাখাইনে মানবাধিকার লঙ্ঘনের তদন্ত হচ্ছে না: জাতিসংঘ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০১৯, ০৩:৪১ PM
আপডেট: ২১ মার্চ ২০১৯, ০৩:৪১ PM

bdmorning Image Preview


জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাশেলেট বলেছেন, মিয়ানমারের রাখাইনে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এখনও কোনো তদন্ত করা হচ্ছে না।

বুধবার ( ২০ মার্চ) জাতিসংঘ মানবাধিকার পরিষদের ম্যানডেট অনুযায়ী, মিয়ানমারসহ ৯ দেশের মানবাধিকার পরিস্থিতির ওপর প্রতিবেদন উপস্থাপনকালে এ কথা বলেন ব্যাশেলেট।

জানা যায়, রাখাইনে রোহিঙ্গা সম্প্রদায়ের মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের চলাচলের স্বাধীনতার ওপর বৈষম্য ও ব্যাপক নিষেধাজ্ঞা রয়েছে। রাখাইনে রোহিঙ্গাদের মানবাধিকার পরিস্থিতির ওপর করা ওই প্রতিবেদনটিতে মানবাধিকারের পাঁচটি প্রধান বিষয়ে মূল্যায়ন করা হয়েছে।এগুলো হচ্ছে নাগরিকত্ব, জনজীবন অংশগ্রহণ,মৌলিক অধিকার ও স্বাধীনতা,স্থানচ্যুতি ও প্রত্যাবাসনের অধিকার এবং জবাবদিহি।

প্রতিবেদনে গুরুত্বারোপ করে বলা হয়েছে,আগের সুপারিশগুলোর সামগ্রিক উদ্দেশ্য মূলত অচিহ্নিত রয়ে গেছে, পূর্ববর্তী প্রতিবেদনে উত্থাপিত মানবাধিকার বিষয়ে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি নেই।

এদিকে, রোহিঙ্গাদের রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করার জন্য প্রতিবেদনে বিশেষভাবে সুপারিশ করা হয়েছে, বিশেষ করে ২০২০ সালের সংসদীয় নির্বাচনের পাশাপাশি সিভিল সার্ভিসে পর্যাপ্ত প্রতিনিধিত্বের ক্ষেত্র তৈরি করা। প্রতিবেদনে চলমান পরিস্থিতির অবসান ঘটানোর জন্য দ্রুত ও দৃঢ় পদক্ষেপের নেওয়ার কথাও বলা হয়েছে।

Bootstrap Image Preview