Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নাইজেরিয়ায় বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকীতে অনাথ শিশুদের সাথে কেক কাটলেন রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯, ০৯:৫১ PM
আপডেট: ১৯ মার্চ ২০১৯, ০৯:৫১ PM

bdmorning Image Preview


নাইজেরিয়ায় বাংলাদেশ হাইকমিশন ১৭ মার্চ যথাযোগ্য মর্যাদা ও উদ্দীপনার সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উদযাপন করেছে।

কর্মসূচির প্রথমপর্বে আবুজায় সিটি অব রিফিউজ অরফ্যানেজে বিকেলে হাইকমিশনার মোঃ শামীম আহসান, এনডিসি, মিশনের কর্মকর্তা-কর্মচারী ও কমিউনিটির সদস্যদের নিয়ে অনাথ শিশুদের সাথে কিছু সময় অতিবাহিত করেন। তাদের সাথে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটেন। অতপর তিনি কেন্দ্রের প্রশাসকের কাছে শিশু এতিমদের জন্য খাদ্যদ্রব্য ও উপহারসামগ্রী হস্তান্তর করেন যা একটি আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। এ সময় তিনি উপস্থিত সকলের সামনে শিশুদের প্রতি বঙ্গবন্ধুর অকৃত্রিম ভালোবাসার কথা তুলে ধরেন।

সন্ধ্যায় হাইকমিশন মিলনায়তনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শুরু হয় দ্বিতীয়পর্ব। অন্যান্য কর্মকাণ্ডের মধ্যে ছিল প্রামাণ্য চিত্রপ্রদশর্নী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর বাণী পাঠ, আলোচনাসভা, কবিতা পাঠ এবং বিশেষ মোনাজাত। শৈশব থেকেই শিশুদের প্রতি বঙ্গবন্ধুর দৃশ্যমান অকৃত্রিম ভালোবাসা পরিণত বয়সে তা মহান নেতার রাজনৈতিক দর্শন “মানুষের প্রতি ভালোবাসা”এরমধ্যে দিয়ে কিভাবে প্রতিফলিত হয় তার উপর হাইকমিশনার আলোকপাত করেন।

হাইকমিশনার শিশুদের কল্যাণে বঙ্গবন্ধু এবং তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহীত কর্মকাণ্ডের কথা উল্লেখ করেন। অন্যান্য বক্তারাও জাতির পিতার বর্ণাঢ্য জীবনের উপর আলোকপাত করেন।

জাতির পিতার জন্মদিন উপলক্ষ্যে অডিটরিয়ামটি উৎসবের সাজে সাজানো হয়। বেলুন, রকমারী রঙ্গীন পোস্টার, প্রতিকৃতি প্রভৃতি দিয়ে আকর্ষণীয়ভাবে সাজানো হলটি প্রবাসে বঙ্গবন্ধুর জন্মদিন পালনের একটি আনন্দঘন আবহ তৈরি করে।

নাইজেরিয়ার সুশীল সমাজের সদস্য, বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ তাদের শিশু সন্তান, মিশন এর সদস্য ও তাদের পরিবারবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে অতিথিদের ঐতিহ্যবাহী বাংলাদেশী খাবার পরিবেশন করা হয়।

Bootstrap Image Preview