Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

২ মসজিদে হামলাকারী টারান্টের বাড়িতে পুলিশের তল্লাশি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯, ০১:৫২ PM
আপডেট: ১৮ মার্চ ২০১৯, ০১:৫৫ PM

bdmorning Image Preview


নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় ৫০ নিহত এবং আরো অন্তত ৪৮ জন আহতের ঘটনায় প্রধান হামলাকারী ব্রেনটন টারান্টের অস্ট্রেলিয়ার বাড়িতে তল্লাশি চালিয়েছে দেশটির পুলিশ।

তদন্তের অংশ হিসেবে সোমবার সকালে দুটি বাড়িতে তল্লাশি চালানো হয়। বিবিসি বলছে, অস্ট্রেলিয়ার সিডনি থেকে ৬০০ কিলোমিটার উত্তরে গ্রাফটনে টারান্টের বাড়ি। সে কয়েক বছর যাবত নিউজিল্যান্ডে আছে বলে এর আগে জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, যিনি নিজেও টারান্টকে উগ্রবাদী সন্ত্রাসী বলেছেন।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পুলিশ সোমবার সকালে দুটি বাড়িতে তল্লাশি চালিয়েছে বলে খবরে বলা হচ্ছে।

পুলিশ বলেছে, ‘তল্লাশির প্রাথমিক উদ্দেশ্যে হলো- এমন কোনো আলামত পাওয়া যায় কি না, যা নিউজিল্যান্ডের পুলিশকে চলমান তদন্তে সহায়তা করতে পারে।’

অস্ট্রেলিয়ার গণমাধ্যম বলছে, যে দুটি বাড়িতে পুলিশ তল্লাশি করেছে তার একটি তার বোনের বাড়ি। টারান্টের পরিবার পুলিশকে তদন্তে সহায়তা করছে বলেও জানানো হয়েছে।

এর আগে রবিবার টারান্টের পরিবারের দুই সদস্য গণমাধ্যমকে বলেন, হামলার ঘটনায় তারা ‘খুবই বিস্মিত’ হয়েছেন।

Bootstrap Image Preview