Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানে চলন্ত ট্রেনে বোমা বিস্ফোরণে নিহত ৪, আহত ১০

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯, ১২:৪৬ PM
আপডেট: ১৮ মার্চ ২০১৯, ০১:০৩ PM

bdmorning Image Preview


পাকিস্তানে চলন্ত ট্রেনে শক্তিশালী বোমা বিস্ফোরণে  ৪ জন ব্যক্তি নিহত হয়েছ, এছাড়া আহত হয়েছে আরও কমপক্ষে ১০ জন।

রবিবার ১৭ মার্চ পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে  চলন্ত একটি ট্রেনে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

দেশটির পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ জামালি জানিয়েছেন, রবিবার (১৭ মার্চ) কোয়েত্তাগামী ট্রেনের একটি বগিতে বোমা বিস্ফোরিত হয়। এতে এক কিশোরী ও এক নারীসহ চারজন নিহত হন। আহত হন শিশু ও নারীসহ প্রায় ১০জন । বিস্ফোরণের ঘটনায় ট্রেনটির ছয়টি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

জানা যায়, কোয়েত্তাগামী ট্রেনের একটি বগিতে বোমাটি বিস্ফোরিত হয়।এ ঘটনায় পার্শবর্তী কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। বর্তমানে পুলিশ ও অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিস্ফোরণ স্থান ঘিরে রেখেছে।

এখন পর্যন্ত কেউ এ ঘটনার দায় স্বীকার করেনি। তবে অতীতে বালুচ সম্প্রদায়ের বিদ্রোহীরা ট্রেনে হামলা চালিয়েছিল। পাকিস্তানের কেন্দ্রীয় সরকারকে অবৈধভাবে অঞ্চলের গ্যাস ও খনিজ সম্পদ শোষণ করার অভিযোগে অভিযুক্ত করে বিগত এক দশকেরও বেশি সময় ধরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশে হামলা চালিয়ে আসছে নিম্ন সম্প্রদায়ের বিচ্ছিন্নতাবাদী জঙ্গিরা।

 

Bootstrap Image Preview