Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অস্ত্র আইন কঠোর করতে সম্মত নিউজিল্যান্ডের মন্ত্রিপরিষদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯, ১২:২৬ PM
আপডেট: ১৮ মার্চ ২০১৯, ১২:২৬ PM

bdmorning Image Preview


নিউজিল্যান্ডে অস্ত্র আইন কঠোর করতে মন্ত্রিপরিষদ নীতিগতভাবে সম্মত হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জ্যাসিনদা আডের্ন।দেশটির মন্ত্রীপরিষদ আজ সোমবার জরুরি ভিত্তিতে অস্ত্র আইন কঠোর করতে বৈঠকে বসে।

ক্রাইস্টচার্চে মসজিদে গত শুক্রবারে সন্ত্রাসী হামলার পর দেশটির প্রধানমন্ত্রী জানিয়েছিলেন নিউজিল্যান্ডের অস্ত্র আইনে পরিবর্তন আনা হবে। খবর বিবিসির।

বর্ণবাদী ওই হামলায় অর্ধশত মোসলমান নিহত হন। হামলাকারী অস্ট্রেলিয়ার নাগরিক খ্রিষ্টান জঙ্গি ব্রেন্টন টারান্ট একটি সেমি অটোমেটিক অস্ত্র দিয়ে নির্বিচারে গুলি চালায়।

জঙ্গি হামলাকারী যে ধরণের সেমি অটোমেটিক অস্ত্র নিয়ে হামলা চালিয়েছিল, দেশটির মন্ত্রী পরিষদ সে ধরণের অস্ত্রের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করতে সম্মত হয়েছে।

পুলিশ জানায়, সন্ত্রসী টারান্টের অস্ত্রটি ছিল বৈধ, এ কারণেই তার গুলি কিনতে কোনো অসুবিধা হয়নি।

সেদিনই বিষয়টি নিয়ে দেশটির প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, এর আগে কয়েকবারই অস্ত্র আইনে পরিবর্তন আনতে চাইলেও সেটি শেষ পর্যন্ত সম্ভব হয়নি।

কিন্তু এই ভয়াবহ ঘটনার পর তড়িঘড়ি আইন পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নিউজিল্যান্ড সরকার।

এদিকে, দুই মসজিদে হামলায় নিহতদের পরিচয় প্রকাশ করেছে ক্রাইস্টচার্চের হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এখনো স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর শুরু হয়নি। বুধবার নাগাদ পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়ার কাজ শুরু হবে বলে জানা গেছে।

অন্যদিকে. অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে হামলাকারী ব্রেন্টন টারান্টের দুটি বাড়িতে অভিযান চালিয়েছে সেখানকার পুলিশ। এপ্রিলের পাঁচ তারিখে টারান্টকে আবার আদালতে হাজির করা হবে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের ভাষায়, ব্রেন্টন টারান্ট আসলে একজন উগ্র দক্ষিণপন্থী সন্ত্রাসবাদী।

Bootstrap Image Preview