Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

`২০২৫ সালের মধ্যে ভারতের প্রদেশ হবে পাকিস্তান’

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৭ মার্চ ২০১৯, ১০:১৯ PM
আপডেট: ১৭ মার্চ ২০১৯, ১০:১৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


খুব তাড়াতাড়িই ভারতের অংশ হয়ে উঠবে পাকিস্তান। বেশি দিন না, বড়জোর ২০২৫ সাল। তার মধ্যেই পাকিস্তান আবার জুড়ে যাবে ভারতের সঙ্গে। তখনই করাচিতে বাড়িও কেনা যাবে। মুম্বইয়ের একটি সভায় আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার এমনটাই মন্তব্য করেছেন সম্প্রতি। তার এই মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক। সঙ্গে এও বলেন, ‘ সেখানে নাসিরুদ্দিন বা নভজ্যোত সিংহ সিধু-র মতো বিশ্বাসঘাতকরা থাকবে না’।

আরএসএস-এর জাতীয় কর্মসমিতির ওই সদস্য শনিবার মুম্বাইয়ের সভায় বলেন, ‘আর মাত্র পাঁচ থেকে সাতটা বছর। করাচি, লাহৌর, রাওয়ালপিণ্ডি, শিয়ালকোট যে খানেই সুযোগ পাবেন বাড়ি করতে পারবেন আপনারা। খুব বেশিদিন নেই।’

১৯৪৭ সালের আগে পাকিস্তান নামের কোন রাষ্ট্রই ছিল না। ১৯৪৫ সালের আগে এটি ছিল হিন্দুস্তানের অংশ। ২০২৫ সালে আবারও পাকিস্তান হিন্দুস্তানেরই অংশ হয়ে উঠবে, সভায় এমনটাই বলেন ইন্দ্রেশ। এরপরে বিতর্ক উস্কে দিয়ে তিনি বলেন, ‘বিশ্বাসঘাতকদের জন্য নতুন কিছু আইন এমন ভাবে প্রণয়ন করা হবে যাতে, নাসিরুদ্দিন শাহ, হামিদ আনসারি, নভজ্যোত সিংহ সিধু-র মতো বিশ্বাসঘাতকরা আর থাকবে না।’

আরএসএসের এই নেতা কাশ্মীর, চীন, সেনাবাহিনী নিয়েও নিজের বক্তব্য পেশ করেন। তার মত, অখণ্ড ভারতের স্বপ্ন সফল হতে খুব বেশিদিন লাগার কথা নয়। ইন্দ্রেশের কথায়, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বা ইচ্ছাশক্তির জোরে খানিকটা হলেও পরিবর্তন হয়েছে। লাহৌরে বাড়ি করার স্বপ্ন দেখাতে তাই ভুল কিছু নেই। কিংবা মানস সরোবর যেতে গেলে চিনের প্রশাসন থেকে অনুমতি নিতে হবে না, এমনটাও স্পষ্ট বলেছেন তিনি।

Bootstrap Image Preview