Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যা, মৃতের সংখ্যা বেড়ে  ৫০

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ মার্চ ২০১৯, ০৯:৫২ PM
আপডেট: ১৭ মার্চ ২০১৯, ০৯:৫২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ইন্দোনেশিয়ার আকস্মিক বন্যায় অন্তত ৫০ জন মারা গেছেন। গতকাল শনিবার এ বন্যায় আহত হয়েছেন আরও অর্ধশত মানুষ।

দেশটির পাপুয়ার প্রাদেশিক রাজধানী জয়াপুরার নিকটবর্তী সেন্টানি এলাকায় শনিবার থেকে মুশলধারে বৃষ্টি শুরু হয়। তীব্র বর্ষণের ফলে আকস্মিক বন্যার কবলে পড়েন স্থানীয়রা। অন্তত ১২০ জন ক্ষতিগ্রস্ত বাসিন্দা স্থানীয় সরকারি অফিসগুলোতে আশ্রয় নিয়েছেন।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরয়ো নুগরোহো জানান, এখন পানি কমলেও বন্যায় লোকালয় কর্দমাক্ত হয়ে গেছে। পানির স্রোতের সঙ্গে আসা কাঠের গুঁড়ি ও অন্যান্য সামগ্রী রয়ে গেছে।

বন্যায় অন্তত ৯টি বাড়ি, ২টি সেতু এবং স্থানীয় বিমানবন্দরে পার্ক করে রাখা একটি ছোট প্লেন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নুগরোহো জানান।

উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

পাপুয়ার পুলিশের মুখপাত্র সারিয়াদি ডায়াজ বলেন, বন্যায় কমপক্ষে দেড়শো ঘরবাড়ি পানিতে ডুবে গেছে। রেড ক্রস ও স্বেচ্ছাসেবক কর্মীরা বাস্তুচ্যুতদের সাহায্য করছে।

Bootstrap Image Preview