Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নোবেল পুরস্কারে মনোনীত ১৬ বছরের কিশোরী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ মার্চ ২০১৯, ০৯:৫৭ AM
আপডেট: ১৭ মার্চ ২০১৯, ০৯:৫৭ AM

bdmorning Image Preview
ফাইল ছবি


বিশ্ব জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে অন্যতম সৈনিক ১৬ বছর বয়সী সুইডিশ কর্মী গ্রেটা থুনবার্গ এই বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। পরিবেশ রক্ষায় তার শুরু করা আন্দোলন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় তিন নরওয়েজিয়ান এমপি ২০২০ সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য তার নাম প্রস্তাব করেন।

থুনবার্গ গত আগস্ট মাসে সুইডেনে একা নিজের মতো করে প্রতিবাদ শুরু করেছিলেন, কিন্তু পরে বিশ্বজুড়ে তার এই আন্দোলন পড়ুয়াদের অনুপ্রাণিত করেছে। 

দ্য গার্ডিয়ান জানিয়েছে, শুক্রবার ১০৫ টি দেশের ১,৬৫৯ টি শহরে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বিশ্বব্যাপী কর্মকাণ্ডের প্রত্যাশা রয়েছে বলে আশা করা হচ্ছে।

গত বছর অগাস্টে গ্রেটা থুনবার্গ সুইডিশ পার্লামেন্ট ভবনের বাইরে ‘স্কুল স্ট্রাইকে'র আন্দোলনের মুখ ছিলেন। তিনি বিশ্ব নেতৃবৃন্দের কাছে অনুরোধ করেন জলবায়ু পরিবর্তনের আসন্ন পরিণতি উপেক্ষা না করতে বারে বারে সতর্ক করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও জলবায়ু পরিবর্তন বিষয়ে সতর্ক করেন এই কিশোরী।

গ্রেটা থুনবার্গ একটি গণ আন্দোলন শুরু করেছেন যা আমি শান্তি প্রচারার্থে একটি প্রধান অবদান হিসাবেই দেখি। 

টুইটারে গ্রেটা জানিয়েছিলেন, এই মনোনয়নের জন্য আমি সম্মানিত এবং কৃতজ্ঞ। আগামীকাল আমরা আমাদের ভবিষ্যতের জন্য স্কুলস্ট্রাইক শুরু করব। এবং যতদিন করতে হয় ততদিনই করব।

Bootstrap Image Preview