Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাটিরাঙ্গায় সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত: ১৬ মার্চ ২০১৯, ০৩:৪৩ PM
আপডেট: ১৬ মার্চ ২০১৯, ০৩:৪৩ PM

bdmorning Image Preview


পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শনিবার (১৬ মার্চ ) উপজেলার নব নির্মিত অডিটোরিয়ামে বেলা ১১টার দিকে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা শিক্ষার্থীরা নিজেদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে প্রধান অতিথীর বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে আনাচে কানাচে ছড়িয়ে থাকা মেধাবীদের
খুঁজে বের করা, তাদের লালন ও পৃষ্ঠপোষকতা প্রদানের লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার মাধ্যমে এসব অবহেলিত ভাবে পড়ে থাকা মেধাবী শিক্ষার্থীদের তাদের প্রকৃত মেধার বিকাশ ঘটাতে সক্ষম হয়।

তিনি আরো বলেন, বিশ্বায়নের এ যুগে দেশের উন্নয়নে মেধার বিকল্প নেই। একবিংশ শতাব্দীতে মেধাবীরাই আজকের এ সমাজকে নেতৃত্ব দেবে।

মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহতাছিম বিল্লাহ সভাপতির বক্তব্যে বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক মেধাবী আছে যারা সুযোগের অভাবে মেধার বিকাশ ঘটাতে পারে না, অবহেলায় আড়ালে থেকে যায়, তাদের নিয়ে এসে উৎসাহিত করার জন্য আজকের এ আয়োজন।

উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় অত্র উপজেলার ৭টি মাধ্যমিক বিদ্যালয়  ১টি দাখিল মাদরাসা ১টি উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানসহ মোট ৪৮ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় ভাষা ও সাহিত্য, বিজ্ঞান, গণিত, কম্পিউটার এবং বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে পৃথক তিনটি গ্রুপে সর্বমোট ১২ জন শিক্ষার্থী সেরা মেধাবী নির্বাচিত হয়।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল হাসেম, খেদাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসার সহকারি শিক্ষক মো:আবুল হাসেম, খেদাছড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক, অভিরাম চাকমা, আমতলী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রুহুল আমিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview