Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গণ বিশ্ববিদ্যালয়ে নারীস্বাস্থ্য বিষয়ক সেমিনার

ফায়জুন সিতু, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ১৪ মার্চ ২০১৯, ০৫:২১ PM
আপডেট: ১৪ মার্চ ২০১৯, ০৫:২১ PM

bdmorning Image Preview


সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে নারীদের স্বাস্থ্য বিষয়ে সচেতনতার লক্ষ্যে নারীস্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৪১৭ নং কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

দুই ঘণ্টাব্যাপী নারীস্বাস্থ্যের বিভিন্ন বিষয় উপস্থাপন করেন অনুষ্ঠানের প্রধান আলোচক সেন্টার ফর হিউম্যান নিউট্রেশন অব ইন্টারনেশনাল হেলথের সিনিয়র এসোসিয়েট ডা. হালিদা হানুম আক্তার।

সেমিনারের শুরুতে শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের জন্য তিনি বাস্তব কিছু তথ্য উপস্থাপন করেন। এরপরে তিনি স্লাইড উপস্থাপনের মাধ্যমে পরিবার পরিকল্পনা, গর্ভকালীন জটিলতা, অপ্রাপ্তবয়ষ্ক বয়সে সন্তান জন্ম নিলে কি ধরনের সমস্য হয়, নারী স্বাস্থ্য ফিটনেস, নারী বৈশাম্য, মাতৃমৃত্যুর হার এবং কিভাবে সচেতন হলে কি নিয়ম অনুসরণ করলে নারীস্বাস্থ্য এবং সমাজে তাদের অধিকার প্রতিষ্ঠা হবে তা তিনি আলোচনা করেন।

তিনি তার বক্তব্য কিভাবে মেয়ে সন্তান জন্মের পর থেকে অবহেলার শিকার হয় তা স্পষ্টভাবে তুলে ধরেন।

এ সময় গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ফরিদা আদিব খানম, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা.শাকিল মাহমুদ, ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. বিশ্বজিৎ কুমার, ফিজিওথেরাপি বিভাগের ডা.কামরুন্নাহার অনু, ডা. শারমিন আদিবসহ বিভিন্ন বিভাগের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview