Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাশিয়ার ফিসু কনফারেন্সে ইবি কর্মকর্তা

ইবি প্রতিনিধি 
প্রকাশিত: ১৪ মার্চ ২০১৯, ১০:১৭ AM
আপডেট: ১৪ মার্চ ২০১৯, ১১:৪৮ AM

bdmorning Image Preview


রাশিয়ায় ফেডারেশন অব ইন্টারন্যাশনাল দি ইউনিভার্সিটি স্পোর্টস অ্যাসোসিয়েশন (ফিসু) ওয়াল্ড কনফারেন্স অন ইনোভেশন এডুকেশন এন্ড স্পোর্টস শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক আসাদুর রহমান।

গত ৩ থেকে ১১মার্চ রাশিয়ার ক্রাইনোস ইয়ার্স্কে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রতিবেদকের সাথে একান্ত আলাপকালে তার রাশিয়া সম্মেলনের অভিজ্ঞতা জানান।

সম্মেলনে বিশ্বের ১০০টির অধিক দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন। সেখানে ৬ সেশনের একটি কনফারেন্স অনুষ্ঠিত হয়। তিনি  ইনোভেশন এডুকেশন এন্ড স্পোর্টস শীর্ষক একটি সেশনে তিনি মুল বক্তা ছিলেন। তিনি ভলিবল ও হ্যান্ডবল খেলোয়ারদের  কি কি মানসিক উন্নয়ন ঘটালে খেলার দক্ষতার উন্নয়ন  হবে এ বিষয়ে  গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়াও এ খেলার সমস্যা ও সম্ভাবনা ওই প্রবন্ধে স্থান পায়।

এ আন্তর্জাতিক সম্মেলনে তিনিই একমাত্র বাংলাদেশি প্রতিনিধি হওয়ায় তাকে অভিনন্দন জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারী। তিনি বলেন, এখানে শিক্ষা ও গবেষণার পাশাপাশি সংস্কৃতি এবং খেলাধুলাকেও আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে চাই। এধরনের আন্তর্জাতিক কনফারেন্সে যোগদানের ফলে স্পোর্টস বিভাগের মান অনেকেবৃদ্ধি পেয়েছে। এটি উদাহরণ হিসেবে নিলে অন্যরাও অনেক উৎসাহিত হবে।'

ব্যক্তি জীবনে ফুটবল খেলোয়াড় ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম তোহা বলেন, 'বাংলাদেশের একজন উল্লেখযোগ্য অ্যাথলেট। তিনি ওয়াল্ড ইউনিভার্সিটি গেমসেও যোগদান করেছে। তার আন্তর্জাতিক সম্মেলনে যোগদান আমাদের গর্বের। তার উচিত হবে তার গবেষণা এবং অভিজ্ঞতা আমাদের খেলোয়ারদের সাথে শেয়ার করা। যার মাধ্যমে আমাদের খেলোয়াড়রাও উপকৃত হবে।'

আসাদুর রহমান প্রতিক্রিয়া ব্যাক্ত করে বলেন,‘বাংলাদেশ থেকে এমন বড় কনফারেন্সে প্রতিনিধিত্ব করায় নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এর মধ্যে দিয়ে সারা দেশের ক্রিড়াঙ্গণে সমস্যা সম্ভবনার দুয়ার খুলবে বলে আশা করছি। আসন্ন সুইজারল্যান্ড কনফারেন্সে বাংলাদেশের কয়েকজন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। তার মধ্যে আমিও রয়েছি। সেখানেও বাংলাদেশের ক্রিড়া জগতকে নিয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করব। যার মাধ্যমে আমাদের ক্রীড়াঙ্গণ আরো সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করি।’

উল্লেখ্য, আসাদুর রহমান গবেষক ও সাবেক জাতীয় ক্রিড়াবিদ। তিনি ইতোপূর্বে চীন, জাপান, কোরিয়া ও ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন করেছেন। এছাড়াও জাতীয় এবং আন্তর্জাতিক জার্নালে তার ২২টি প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

Bootstrap Image Preview