Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাবির শাহপরান হলে সপ্তাহব্যাপী ভর্তি কর্মসূচি

শাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩ মার্চ ২০১৯, ০৮:৫৭ PM
আপডেট: ১৩ মার্চ ২০১৯, ০৮:৫৭ PM

bdmorning Image Preview


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলে সপ্তাহব্যাপী ভর্তি কার্যক্রম কর্মসূচি শুরু হয়েছে।

বুধবার (১৩ মার্চ) দুপুরে শাহপরান হলের গেস্টরুমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আবাসিক হলে শৃঙ্খলা বজায় থাকলে বিশ্ববিদ্যালয়ে সুশাসন প্রতিষ্ঠা হবে। আমি আশা করি সপ্তাহব্যাপী ভর্তি কার্যক্রমের মধ্য দিয়ে হলের আবাসিক ছাত্ররা হলে ভর্তি হবে। কেউই হলে অবৈধভাবে থাকতে পারবে না।

তিন বলেন, যদি কেউ অবৈধভাবে হলে থাকার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের কার্যক্রম হাতে নেওয়ায় শাহপরান হল প্রশাসনকে সাধুবাদ জানাই।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. রাশেদ তালুকদার, শাহপরান হল প্রভোস্ট ড. মোহাম্মদ মিজানুর রহমান খান, প্রক্টর প্রফেসর জহীর উদ্দিন আহমেদ ও হলের সহকারী প্রভোস্টবৃন্দ।

Bootstrap Image Preview