Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাকসু নির্বাচনেও অংশ নেবে কোটা আন্দোলনকারী নেতারা

রাবি প্রতিনিধি:
প্রকাশিত: ১৩ মার্চ ২০১৯, ০৮:৩৯ PM
আপডেট: ১৩ মার্চ ২০১৯, ০৮:৩৯ PM

bdmorning Image Preview


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে তাদের মনোনীত প্রার্থী জয়লাভের পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনেও অংশ নেয়ার সিদ্ধান্ত জানিয়েছে কোটা সংস্কার আন্দোলনের নেতাকর্মীরা।

বুধবার (১৩ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ রাবি শাখার আহ্বায়ক মাসুদ মোন্নাফ।

তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমরা আন্দোলন করেছি। যেহেতু রাকসু সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষায় জন্য কাজ করে। আমরা মনে করছি রাকসু নির্বাচনে আমাদের অংশগ্রহণ প্রয়োজন। সেই প্রেক্ষিতে আমরা রাকসু নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

এককভাবে নির্বাচন করবেন নাকি জোটগতভাবে নির্বাচন করবেন এমন প্রশ্নের জবাবে মাসুদ মোন্নাফ বলেন, আমরা এখন পর্যন্ত কারো সাথে জোটবদ্ধভাবে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে পূর্ণাঙ্গ প্যানেলে নির্বাচন করবো। তবে এ বিষয়ে এখনো প্রশাসনের সঙ্গে কোনো প্রকার আলোচনা হয় নি বলে জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের এ নেতা।

প্রসঙ্গত, রাকসু নির্বাচন আয়োজনের লক্ষ্যে ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর সঙ্গে গত ৭ ফেব্রুয়ারি থেকে আলোচনা শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চলতি বছরেই রাকসু নির্বাচন আয়োজনে কাজ করছে প্রশাসন।

Bootstrap Image Preview