Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শোভনের সঙ্গে সেই ঘটনা নিয়ে যা বললেন অরণি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ মার্চ ২০১৯, ০২:৩০ PM
আপডেট: ১৩ মার্চ ২০১৯, ০২:৩০ PM

bdmorning Image Preview


ডাকসু নির্বাচনে পরাজিত দুই ভিপি প্রার্থী ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক শোভনের সঙ্গে স্বতন্ত্র জোটের অরণি সেমন্তি খানের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে কুশল বিনিময়ের জন্য হাত বাড়ান রেজওয়ানুল হক শোভন। বাড়ানো হাত সৌজন্যবশত না ফেরালেও তার সঙ্গে একত্রে ছবি তুলতে রাজি হননি অরণি। 

মঙ্গলবার ঘটে যাওয়া সেই ঘটনার ব্যাখ্যা দিয়েছেন অরণি সেমন্তি খান। তিনি জানান, টিএসসিতে আমরা যখন নির্বাচন বর্জনকারী প্যানেলগুলো মিলে আলোচনা করছিলাম। তখন ছাত্রলীগের পক্ষ থেকে শোভন আসেন। এবং নুরের (ভিপি নুরুল হক) সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর আমার সঙ্গে কুশল বিনিময় করতে আসেন। 

উল্লেখ্য, স্বতন্ত্র জোটের ভিপি প্রার্থী অরণি সেমন্তি খান ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক শোভনকে ফিরিয়ে দিয়ে বলেন, ‘সন্ত্রাসীদের সঙ্গে ছবি তুলবো না।’

অরণি সেমন্তি খান বলেন, ‘রোকেয়া হলের ঘটনার সময়ে শোভনকে সরাসরি নির্দেশ দিতে দেখেছি। আমরা যে প্যানেলগুলো নির্বাচন বর্জন করেছিলাম, তাদের মিটিং চলছিলো তখন ছাত্রলীগের পক্ষ থেকে শোভন আসে। তিনি নুরের সঙ্গে কুশল বিনিময় করতে যায়, তারপর আমার কাছে আসে। বলে, হ্যাঁ কথা বলবো ছবি তুলবো।’

আমি তখন তাকে বলি, গতকাল রোকেয়া হলে যে হামলা হয়েছে, সেটার নেতৃত্ব আপনি দিয়েছেন। আমার কাছে ভিডিও আছে। বলেছেন, ওকে মার, ওকে ধর। এরপর তো কথা বলাতো কি ছবি তোলার প্রশ্নই আসে না। আমি তাকে বলেছি সন্ত্রাসীদের সঙ্গে ছবি তুলবো না।

অরণি যোগ করেন, গতকাল মারার কথা বলার পর আজ দেখা করতে আসার সৌহার্দ্য কতটুকু গ্রহণযোগ্য সেটা আমার আদর্শে ধরে না। নির্বাচনের আগে পরে আমরা অনেক মিষ্টি কথা শুনতে পাই। সেসবে ভুলতে চাইনা।

Bootstrap Image Preview