Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কাশ্মীর ও আফগান ইস্যুতে ইমরান খানের সঙ্গে সাক্ষাত জার্মান পররাষ্ট্রমন্ত্রীর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০১৯, ১০:১৭ PM
আপডেট: ১২ মার্চ ২০১৯, ১০:১৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো ম্যাস কাশ্মীর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, কাশ্মীরের পরিস্থিতি অত্যন্ত নাজুক। এ সংকট নিরসনে শান্তিপূর্ণ আলোচনার কোনো বিকল্প নেই।

মঙ্গলবার ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কোরেশীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে পাকিস্তানে পৌঁছে প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কোরেশীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। বৈঠকে চলমান বিষয়গুলোর পাশাপাশি আফগানিস্তানের শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা। পাশাপাশি জার্মান পররাষ্ট্রমন্ত্রীকে পুলওয়ামা হামলার পর সৃষ্ট পাক-ভারত উত্তেজনার বিষয়ে অবহিত করেন পাক পররাষ্ট্রমন্ত্রী। এরপর যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী।

যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কোরেশী বলেন,সন্ত্রাসবাদ আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যা। পাকিস্তান এ সমস্যা নিরসনে কাজ করছে। আফগানিস্তানে শান্তি ফেরাতে পাকিস্তান বিশেষ তৎপরতা চালাচ্ছে। আমরা শুরু থেকেই সংলাপের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি।

কাশ্মীর সংকট নিরসনে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে বিশেষ ভূমিকা গ্রহণের আহ্বান জানিয়ে মাহমুদ কোরেশী বলেন, আলোচনা ছাড়া কাশ্মীর সমস্যা সমাধান করা সম্ভব নয়। কাশ্মীরের বিষয়টি সমাধানে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে বিশেষ ভূমিকা গ্রহণ করতে হবে।

আফগানিস্তানে শান্তি ফেরাতে পাকিস্তানের অবদান রয়েছে জানিয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো ম্যাস বলেছেন, শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে আমেরিকা ও তালেবান প্রতিনিধিরা কাতারের রাজধানী দোহায় যে আলোচনায় চালাচ্ছে জার্মানি তাতে সন্তুষ্ট।

পাকিস্তানের সঙ্গে জার্মানির সুসম্পর্কের কথা জানিয়ে হেইকো ম্যাস বলেন, পাকিস্তানের সঙ্গে জার্মানির সম্পর্ক অনেক ভালো। পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের পাশাপাশি অন্যান্য বিষয়েও আমাদের সম্পর্ক অনেক দূর এগিয়েছে।

Bootstrap Image Preview