Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাবি ও ব্লাস্টের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

শাবি প্রতিনিধি
প্রকাশিত: ১২ মার্চ ২০১৯, ০৭:২৮ PM
আপডেট: ১২ মার্চ ২০১৯, ০৭:২৮ PM

bdmorning Image Preview


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ২ এর সভাকক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টির ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আইনি সহায়তা এবং শিক্ষার্থীদের উচ্চতর গবেষণার কাজে ফেলোশিপ প্রদান করবে।

শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে চুক্তি স্বাক্ষরকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন, ব্লাস্টের প্রধান আইনজীবি সাবেক বিচারপতি মো. নিজামুল হক, ব্লাস্টের সম্বন্বয়ক মো. ইরফানুজ্জান চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী, অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক জায়েদা শারমিন প্রমুখ।

চুক্তির বিষয়ে শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, এ ধরণের চুক্তি আমাদের জন্য অবশ্যই আনন্দের। এর ফলে আমাদের বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা আরো আইনি সহায়তা পাবে।

অন্যদিকে ব্লাস্টের প্রধান আইনজীবী সাবেক বিচারপতি মো. নিজামুল হক বলেন, শাবি সংশ্লিস্টদের আইনি যে কোনো ধরণের সহায়তায় ব্লাস্ট এগিয়ে আসবে।

Bootstrap Image Preview