Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশিসহ প্রবাসীদের ১০ বছরের জন্য ভিসা দেবে আমিরাত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০১৯, ০৭:২৩ PM
আপডেট: ১২ মার্চ ২০১৯, ০৭:২৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


গত বছর সংযুক্ত আরব আমিরাত সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে কথা তুলেছিল, সে দেশে ১০ বছরের জন্য ভিসা দেয়ার ব্যাপারে। ওই সময়ও বলা হয়েছিল, যারা বিনিয়োগ করতে চায় এবং মেধাবী কেবল তাদেরই ওই ক্যাটাগরিতে ভিসা দেয়া হবে।

সোমবার আমিরাতের মন্ত্রীসভায় সিদ্ধান্ত হয়েছে, উদ্যোক্তা, উদ্ভাবক এবং বিনিয়োগকারীদের জন্য ১০ বছরের জন্য প্রাথমিকভাবে ভিসা দেয়া হবে।

সরকারিভাবে জানানো হয়েছে, শিগগিরই সংযুক্ত আরব আমিরাতের রেসিডেন্সি বিভাগ আবেদন গ্রহণ করা শুরু করবে। সংযুক্ত আরব আমিরাত বরাবরই মেধার মূল্যায়ন করে এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে।

গত বছরের নভেম্বরেই আমিরাত সিদ্ধান্ত নেয় যে, সে দেশে দীর্ঘ মেয়াদে ভিসা দেয়া হবে। আজ মন্ত্রীসভায় সেই বিল পাস হয়ে যাওয়ার পর এ ধরনের ভিসা সুবিধা পেতে যাচ্ছেন বিনিয়োগকারী থেকে শুরু করে মেধাবীরা।

Bootstrap Image Preview