Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অবশেষে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেলেন শরণার্থী ফুটবলার আরাবি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০১৯, ০৫:২৪ PM
আপডেট: ১২ মার্চ ২০১৯, ০৫:২৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আন্তর্জাতিক প্রতিবাদের মুখে থাইল্যান্ডের কারাগার থেকে গত মাসে মুক্তি পাওয়া শরণার্থী ফুটবলার হাকিম আল আরাবি এবার অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেয়েছেন।

মঙ্গলবার মেলবোর্নে একটি অনুষ্ঠানের মাধ্যমে আরও ২০০ জনের সঙ্গে তাকে আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলীয় নাগরিকত্ব দেয়া হয়েছে। দেশটির গণমাধ্যম বলছে, নাগরিকত্ব পরীক্ষায় তিনি শতভাগ স্কোর তুলেছিলেন।-খবর আল জাজিরার।

অনুষ্ঠানের পর তিনি বলেন, এখন থেকে আমিও অস্ট্রেলীয়। নাগরিকত্ব পেয়ে আমি খুশি। আমি নিরাপদ অবস্থানে আছি, জেনে ভালো লাগছে।

২৫ বছর বয়সী ফুটবলার হাকিম আল আরাবি ২০১৪ সালে নিজ দেশ বাহরাইন থেকে পালিয়ে আসেন। অস্ট্রেলিয়ায় তাকে শরণার্থীর মর্যাদা দেয়া হয়েছিল। পরে ২০১৮ সালের নভেম্বরে স্ত্রীকে নিয়ে ব্যাংককে মধুচন্দ্রিমায় গেলে তাকে আটক করা হয়।

ব্যাংককের কেলং প্রেম রেমান্ড কারাগারে ৭৬ দিন আটক ছিলেন তিনি। পরে থাই কর্তৃপক্ষ মামলা থেকে তাকে খালাস দেয়।

আরব বসন্তের প্রেক্ষাপটে ২০১২ সালে বাহরাইনের পুলিশ স্টেশনে ভাঙচুরের মামলা দেয়া হয়েছিল তার বিরুদ্ধে। এতে তার ১০ বছরের কারাদণ্ডের সাজা দেন দেশটির আদালত। তবে সব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।

নাগরিকত্ব প্রদান অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন উপস্থিত ছিলেন। আরাবিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, একটি অসাধারণ দিনে আমরা আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি অস্ট্রেলিয়া পরিবারের সদস্য।

Bootstrap Image Preview