Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মসজিদ আমাদের ক্যান্টনমেন্ট, মুসল্লিরা আমাদের সৈনিক: এরদোগান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ মার্চ ২০১৯, ১০:৫১ PM
আপডেট: ১১ মার্চ ২০১৯, ১০:৫১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


যে কবিতার কয়েকটি চরণ পাঠ করার কারণে বর্তমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগানকে কারাবরণ করতে হয়েছিল। নির্বাচনী প্রচারণায় নেমে ঠিক ২০ বছর পরে সেই ময়দানে হাজার হাজার তুর্কি ও কুর্দি জনতার সামনে আবার সেই কবিতা পাঠ করলেন এরদোগান।

কবিতা শুনিয়ে তখনকার সরকারের সঙ্গে বর্তমান ক্ষমতাসীন দলের শাসনের পার্থক্য তুলে ধরেন সবার সামনে।

২০ বছর আগে ১৯৯৯ সালের ডিসেম্বরে ইস্তাম্বুল সিটির মেয়র থাকাকালীন তুরস্কের পূর্বাঞ্চলীয় শহর সিআরতে তিনি এই কবিতা আবৃত্তি করেছিলেন।

তৎকালীন সেক্যুলার সরকার এই কবিতার মাঝে ধর্মীয় উসকানি এবং ধর্ম ও ধর্মনিরপেক্ষতার মাঝে বিভেদ সৃষ্টির অভিযোগ এনে আজকের জনপ্রিয় নেতা এরদোগানকে কারাদণ্ড দেয়। কয়েকমাস কারাভোগ করে অবশেষে মেয়র এরদোগান ২০০০ সালের মার্চে কারাগার থেকে মুক্তি পান তিনি।

দীর্ঘ সময় ক্ষমতায় থাকা বিশ্বের প্রভাবশালী মুসলিম নেতা এরদোগান আবার বিখ্যাত সেই কবিতাটি শুনিয়ে আবার উজ্জীবিত করলেন ভক্তদের। বহুদিন পর তার কন্ঠে আবার শোনা গেল ‘মসজিদ আমাদের ক্যান্টনমেন্ট, গম্বুজ আমাদের হেলমেট, মিনার আমাদের বেয়নেট এবং মুসল্লিরা আমাদের সৈনিক, এই পবিত্র দল পাহারা দিবে আমাদের দীনকে।’

Bootstrap Image Preview