Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভিসির পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল, আগামীকাল থেকে ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ মার্চ ২০১৯, ০৫:০৮ PM
আপডেট: ১১ মার্চ ২০১৯, ০৫:২৫ PM

bdmorning Image Preview
ছবি: বিডিমর্নিং


নানান অনিয়মের অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যায় কেন্দ্রীয় সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট বর্জন করেছে ছাত্রলীগ ছাড়া সব প্যানেলের প্রার্থীরা।

ভোট বর্জনকারী সব ক’টি সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

ভিসির বাস ভবনের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীরা ভিসি পদত্যাগের দাবি জানিয়ে স্লোগান দিতে দেখা গেছে।

এর আগে সোমবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ভোট বর্জন করে প্রার্থীরা।

জাল ভোট প্রদান, সিলযুক্ত ব্যাটল বাক্স উদ্ধার, প্রার্থীদের মারধরসহ নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে সকাল থেকে। তারই জের ধরে পুরো ক্যাম্পাসে শুরু হয়েছে বিক্ষোভ। ঢাবির প্রায় সবকটি স্থানই এখন শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে।

এর পর বর্জনকারী সংগঠনের নেতা কর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে এবং হলে হলে গিয়ে গণসংযোগ করে।

দুপুরে বাম সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্র ঐক্য, কোটা আন্দোলনকারীদের বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, স্বতন্ত্র জোট, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ ও ছাত্রদল প্রার্থী ও নেতারা ভোট বর্জনের ঘোষণা দিয়ে নতুন নির্বাচনের দাবি জানায়। এর মধ্যে কয়েকটি সংগঠন আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দেয়।

Bootstrap Image Preview