Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচন বর্জনের পর ভিসির বাস ভবন ঘেরাও

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ মার্চ ২০১৯, ০২:৩৩ PM
আপডেট: ১১ মার্চ ২০১৯, ০২:৩৮ PM

bdmorning Image Preview


ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) বাসভবনের সামনে অবস্থায় নিয়েছে ছাত্রদল। এছাড়া নির্বাচনে অংশগ্রহণকারী চার ছাত্রজোটের প্রার্থী ও তাদের সমর্থকরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছেন।বিক্ষোভে বিভিন্ন স্লোগানে ভিসি পদত্যাগের দাবি জানায় শিক্ষার্থীরা।

সোমবার দুপুর মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ভোট বর্জন করে ছাত্রদল। সম্মেলন শেষে বিক্ষোভ মিছিল করে ভিসি বাস ভবনের সামনে যায় ছাত্রদলের নেতা কর্মীরা।

দুপুর ২টার দিকে ভিসির বাসভবনের সামনে অবস্থান নেয় ছাত্রদল। একই ক্যাম্পাসে সিনেট ভবনের সামনে থেকে ক্যাম্পাসের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে জোটের প্রার্থীরা।

তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ভিসির বাসভবনের সামনে পুলিশ মোতায়েন রয়েছে।

এর আগে, সোমবার (১১ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে ছাত্রদলের অন্তত দেড় শতাধিক নেতাকর্মী ভিসি কার্যালয়ের সামনে অবস্থান নেন।বিক্ষুব্ধ নেতাকর্মীরা এ সময় ‘প্রহনের নির্বাচন মানি না, মানব না’ স্লোগান দেন।

ভিসির কার্যালয়ের সামনে কিছুক্ষণ অবস্থান নেওয়ার পর ছাত্রদলের নেতাকর্মীরা ভিসির বাসভবনের দিকে যান।

এরআগে ডাকসুর ভোট গ্রহণে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের ব্যাপক অনিয়ম এবং এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের নীরবতার প্রতিবাদে নির্বাচন প্রত্যাখ্যান করে নতুন তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন ৪টি বিরোধী জোট ও প্যানেলের প্রার্থীরা।

Bootstrap Image Preview