Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘কোনো ঝামেলা নেই তাই আড্ডা ও গল্প করেই সময় পার করছি’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ মার্চ ২০১৯, ১২:২৮ PM
আপডেট: ১১ মার্চ ২০১৯, ০৮:৫৭ PM

bdmorning Image Preview


সকাল থেকেই  ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। নির্বাচন ঘিরে ঢাবি ক্যাম্পাসে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশ্ববিদ্যালয়ের গেট গুলোতে পুলিশের কর্মব্যস্ততা দেখা মিললেও ভেতরে তেমনটা দেখা যায়নি। কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটায় আড্ডা ও গল্প করেই সময় কাটাতে দেখা গেছে তাদের।

টিএসসি মোড়ে ট্রাফিক সার্জেন্ট আহসান হাবিবের সাথে কথা হলে তিনি বিডিমর্নিংকে জানান, 'আপনারা  তো অবস্থা দেখতেই পারছেন। খুবই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সারাদিন শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে আশা করছি।'

ডিবি সাউথ জোনের এসি ফজলুর রহমান জানান, 'সকাল ৭টা থেকে আমরা এখানে অবস্থান করছি, এখন পর্যন্ত কোনো বিচ্ছিন্ন ঘটনা আমার চোখে পড়েনি। বেশ অবসরেই সময় পার করছি। তবে যে কোন পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা প্রস্তুত।'

টিএসসির সামনে অবসরে সময় পার করা দায়িত্বরত আরেক দল পুলিশ সদস্যদের সাথে কথা হলে তারা জানান, এখানে তেমন কোনো ঝামেলা নেই। সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। তাই অনেকটা গল্প করেই সময় পার করছি। তবে সকল ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় আমরা প্রস্তুত।

ঢাবির বিভিন্নস্থানে ঘুরে দেখা যায়, অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে ৪টি ফায়ার সার্ভিসের গাড়ি।

সেখানে কথা হয় স্টেশন মাস্টার মো. বরাদ আলীর সাথে। তিনি জানান, 'আমাদের কয়েকটি টিম ক্যাম্পাসের বিভিন্ন স্থানে সকাল থেকেই অবস্থান করছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখানে ছাত্ররাতো সবাইতো নিজেরা নিজেরা। আশা করা যাচ্ছে তেমন কিছুই ঘটবে না।'  

Bootstrap Image Preview