Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাইকিং করে শামসুন নাহার হলে ভোট গ্রহণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ মার্চ ২০১৯, ১১:৩৪ AM
আপডেট: ১১ মার্চ ২০১৯, ১২:৩০ PM

bdmorning Image Preview
ছবি: বিডিমর্নিং


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রী ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রী হোস্টেল শামসুন নাহার হলে ৬টি টেবিলে কাগজ বিতরণের মাধ্যমে ৩৫ টি বুথে ভোট গ্রহণ চলছে সকাল থেকে। 

শামসুন নাহার হলে গিয়ে দেখা যায়, ভোটের সারবিক অবস্থা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা রেঞ্জার মাইকিং করে ভোটারদের ভিতরে প্রবেশ করাচ্ছেন।

এ বিষয়ে রেঞ্জার লিডার ফজলেতুন নেসা সাথী (হলের ৪র্থ বর্ষের ছাত্রী) বলেন, আমরা সকাল থেকে কখনো ১০ জন আবার ১৫ জন করে ভোটার ভিততে প্রবেশ করাচ্ছি। এখানে ৩৭৬৪ জন ভোটার আছে। আর এখন পর্যন্ত প্রায় ১হাজার ভোট গ্রহণ হয়েছে।

এবিষয়ে উক্ত হলের আবাসিক হলের দায়িত্ব প্রাপ্ত শিক্ষিকা জানান, দীর্ঘ ২৮ বছর পরে ডাকসু ভোট হচ্ছে। ছাত্রীরা ভুল করতে পারে এই কথা চিন্তা করেই আমরা মাইকিং এর ব্যবস্থা করেছি।

আর এর কারণে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি এবং তিনি  অন্য কেন্দ্র থেকে পাওয়া তথ্য উপরে ভিত্তি করে জানান, আমরা ভোট গ্রহণে অন্যদের চেয়ে এগিয়ে আছি।

Bootstrap Image Preview